OnePlus 12 ও OnePlus 12R এর আজ হবে ধামাকাদার এন্ট্রি, থাকবে সনি ক্যামেরা সেন্সর, লঞ্চ ইভেন্ট কীভাবে দেখবেন

ওয়ানপ্লাস ফ্যানদের জন্য সুখবর। সংস্থাটি আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন - OnePlus 12 এবং OnePlus 12R লঞ্চ করতে চলেছে।...
Julai Modal 23 Jan 2024 12:22 PM IST

ওয়ানপ্লাস ফ্যানদের জন্য সুখবর। সংস্থাটি আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন - OnePlus 12 এবং OnePlus 12R লঞ্চ করতে চলেছে। ওয়ানপ্লাসের এই নতুন ফোনগুলি শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী ব্যাটারির সাথে আসবে। এগুলি আগেই চীনে লঞ্চ হয়েছে। ফোনের পাশাপাশি, সংস্থাটি নতুন ইয়ারবাড - OnePlus Buds 3 এর উপর থেকেও পর্দা সরাবে। আর এর লঞ্চ ইভেন্টের নাম রাখা হয়েছে 'স্মুথ বিয়ন্ড বিলিফ,' যা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

আপনি কোম্পানির ইউটিউব চ্যানেলে (OnePlus India) OnePlus 12 এর লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এছাড়াও আপনি নীচের ইউটিউব লিঙ্কে ক্লিক করে এই লঞ্চ ইভেন্টটি লাইভ দেখতে পারেন।

https://www.youtube.com/live/37dNR5c8isw?si=Q1LQJmmJicSkK69G

OnePlus 12 সিরিজের স্পেসিফিকেশন ও দাম

ওয়ানপ্লাস ১২ ফোনে ৬.৮২-ইঞ্চি কোয়াড এইচডি প্লাস LTPO ডিসপ্লে আছে। এই OLED ProXDR ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটি ২৪ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম অফার করতে চলেছে। আর পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস ১২ মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা (ওয়াইড অ্যাঙ্গেল) সহ সনির এলওয়াইটি৮০৮ সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি ৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

একই সঙ্গে সেলফির জন্য ওয়ানপ্লাস ১২ ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ৫০ ওয়াট এয়ারভিওওসি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। সংস্থার দাবি, এই চার্জিং প্রযুক্তি ২৩ মিনিটে ফোনের ব্যাটারি ০ থেকে ৫০% পর্যন্ত চার্জ করে দেবে।

OnePlus 12R সম্পর্কে বললে, এই ফোনে ৬.৭৮ -ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ও ১৬ জিবি র‌্যাম সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

নতুন ফোনগুলির দাম এখনো নিশ্চিত করা হয়নি। অনুমান করা হচ্ছে যে OnePlus 12 এর বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে ৬৪,৯৯৯ টাকা এবং ১৬ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৬৯,৯৯৯ টাকা। OnePlus 12-এর বিক্রি শুরু হতে পারে ৩০ জানুয়ারি থেকে। তবে OnePlus 12R এর জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দুটি স্মার্টফোনই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ানপ্লাস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Show Full Article
Next Story