2K কার্ভড ডিসপ্লে থেকে 150W ফাস্ট চার্জিং, অনবদ্য ফিচার্স নিয়ে আসছে OnePlus 12 ও Oppo Find X7 Pro

বিবিকে (BBK) গোষ্ঠীর অধীনস্থ ওয়ানপ্লাস এবং ওপ্পো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 12 এবং Oppo Find X7 Pro লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর…

বিবিকে (BBK) গোষ্ঠীর অধীনস্থ ওয়ানপ্লাস এবং ওপ্পো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 12 এবং Oppo Find X7 Pro লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ওয়ানপ্লাসের স্মার্টফোনটি এ বছরের শেষের দিকে চীনে এবং আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে। জল্পনা বাড়িয়ে এখন ডিভাইস দু’টির চার্জিং এবং ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।

OnePlus 12 এবং Oppo Find X7 Pro-র চার্জিং ও ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ্যে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের দাবি, ওয়ানপ্লাস ১২ ফোনটি ওয়্যার্ড এবং ওয়্যারলেস – উভয় ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ১৫০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। একইসাথে, ওপ্পো এক্স৭ প্রো মডেলও ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থনের সাথে আসবে বলে খবর।

চার্জিং ক্যাপাসিটি ছাড়াও, উভয় স্মার্টফোনের ডিসপ্লের গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ওয়ানপ্লাস ১২ এবং ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো উভয়ই একটি উচ্চ-মানের 2K কার্ভড স্ক্রিন অফার করবে বলে দাবি করা হয়েছে, যা ব্যবহারকারীদের ইমার্সিভ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে। এছাড়াও, ডিভাইসগুলির ডিসপ্লে স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, Oppo Find X7 Pro সম্পর্কে খুব বেশি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে ডিজিট্যাল চ্যাট স্টেশন এর আগে OnePlus 12-এর আরও কিছু ফিচার শেয়ার করেছিলেন। তার মতে, ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপে পাঞ্চ হোল ক্যামেরা সহ ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল থাকবে। লঞ্চের এখনও ক’মাস বাকি থাকলেও, খুব শীঘ্রই OnePlus 12 এবং Oppo Find X7 Pro-র স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।