বিরাট সুযোগ, OnePlus 13 লঞ্চের আগে 12 হাজার টাকা সস্তা OnePlus 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ওয়ানপ্লাস 12 এর উপর 5000 টাকা ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ক্রেতারা 7000 টাকা ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারবেন। এই ছাড়ের কারণে, এখন 16 জিবি র‍্যাম সহ বেস মডেল 52,000 টাকায় এবং 16 জিবি র‍্যাম মডেলের টপ এন্ড মডেল 57,000 টাকায় কেনা যাবে।

Julai Mondal 24 Dec 2024 9:08 PM IST

ওয়ানপ্লাস আগামী মাসে ভারতের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13 লঞ্চ করতে চলেছে। এতে অনেক প্রিমিয়াম ফিচার থাকবে। আর নয়া ডিভাইস আনার আগে ব্র্যান্ডগুলি তাদের পূর্বসূরি মডেলের দাম কমিয়ে থাকে। ব্যতিক্রম হল না OnePlus 12 এর ক্ষেত্রেও। এই স্মার্টফোনটি কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে প্রিমিয়াম লুক এবং ফিনিশ ছাড়াও দুর্দান্ত ফিচার ও সেরা ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

ওয়ানপ্লাস 12 এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। আবার এর 16 জিবি র‌্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 69,999 টাকা। এই দুটি ভ্যারিয়েন্টই এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ডিসকাউন্টের সাথে কেনা যাচ্ছে। এই ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে 59,999 টাকায় এবং 64,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে।

রয়েছে আরও অফার

ওয়ানপ্লাস 12 এর উপর 5000 টাকা ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ক্রেতারা 7000 টাকা ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারবেন। এই ছাড়ের কারণে, এখন 16 জিবি র‌্যাম সহ বেস মডেল 52,000 টাকায় এবং 16 জিবি র‌্যাম মডেলের টপ এন্ড মডেল 57,000 টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ওয়ানকার্ডের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

ওয়ানপ্লাস 12 এর সাথে পাওয়া অফার আগামী 31 ডিসেম্বর, 2024 পর্যন্ত বৈধ।

OnePlus 12 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে 6.82-ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ।

সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5400mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি 100W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story