দশ হাজার টাকা দাম কমলো OnePlus 12 ফোনের, দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর

OnePlus 12 স্মার্টফোনে 6.82-ইঞ্চি 2K OLED ProXDR ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 4500 নিটস ব্রাইটনেস অফার করবে।

Ankita Mondal 27 Nov 2024 2:19 PM IST

কয়েক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে OnePlus 13। তবে তার আগে সংস্থাটি এর পূর্বসূরি মডেল OnePlus 12 এর দাম কমালো। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এখন লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে। যেকারণে এর বেস ভ্যারিয়েন্টটি এখন 10,000 টাকা কম দামে কেনা যাবে। আর এই ফোনে পাওয়া যাবে আকর্ষণীয় ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা এবং ফাস্ট পারফরম্যান্স।

ওয়ানপ্লাস 12 এর পিছনে হ্যাসেলব্ল্যাড দ্বারা টিউন করা ক্যামেরা সিস্টেম বর্তমান এবং এর টেলিফটো ক্যামেরা 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। উপরন্তু, এই ফোনটি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য বেশ কয়েকটি বিশেষ ফিচার অফার করে। আর ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে অ্যাকোয়া-টাচ ফিচার সাপোর্ট করে, যার ফলে হাত ভেজা থাকলেও বা স্ক্রিনে কয়েক ফোঁটা জল থাকলেও ডিভাইসটি সহজেই ব্যবহার করা যাবে।

OnePlus 12 অফারে কত দামে কেনা যাবে

কোম্পানি আগস্টে ওয়ানপ্লাস 12 এর দাম কমানোর ঘোষণা করেছিল, যার ফলে এর প্রারম্ভিক মূল্য 64,999 টাকায় নেমে এসেছে। তবে এখন এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 61,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ওয়ানকার্ড ক্রেডিট কার্ড, আরবিএল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, ফেডারেল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ফেডারেল ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হবে।

এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন বদল করে সর্বোচ্চ 24,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনটি সিল্কি ব্ল্যাক, গ্লেসিয়াল হোয়াইট এবং ফ্লোয়িং এমারেল্ড কালারে পাওয়া যাবে।

OnePlus 12 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস স্মার্টফোনে 6.82-ইঞ্চি 2K OLED ProXDR ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 4500 নিটস ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসর। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5400 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসে 100W SuperVOOC ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story