কবে লঞ্চ হচ্ছে OnePlus 12? তার আগে দাম সহ সেল অফার দেখে নিন
OnePlus 12 আগামী ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ করতে চলেছে। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে তত এই ফোন সম্পর্কে নতুন নতুন তথ্য...OnePlus 12 আগামী ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ করতে চলেছে। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে তত এই ফোন সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। আজ দুই টিপস্টারের দৌলতে OnePlus 12 এর দাম ও লঞ্চ অফার সম্পর্কে জানা গেছে।
OnePlus 12 Expected Price in India (ওয়ানপ্লাস ১২ এর সম্ভাব্য দাম)
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ১২ এর ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ৬৪,৯৯৯ টাকা। আর এর ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৬৯,৯৯৯ টাকা।
উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২ আগেই চীনে লঞ্চ হয়েছে। আর এই দেশে ফোনটির দুটি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫১,০০০ টাকা) ও ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৭,০০০ টাকা)।
যাদব আরও বলেছেন যে, আগামী ৩০ জুন OnePlus 12 এর সেল শুরু হবে। আর এই ডিভাইসের সাথে লঞ্চ হতে চলা OnePlus 12R এর সেল শুরু হবে ফেব্রুয়ারি থেকে।
এদিকে, টিপস্টার ঈশান আগারওয়াল দাবি করেছেন যে, OnePlus 11 এর মতো OnePlus 12 চার বছরের ওএস আপডেট পাবে। আর এই ফোনের সাথে এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই এর মতো সুবিধা পাওয়া যাবে। আবার এই স্মার্টফোনের সাথে OnePlus Pad কিনলে ৩,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।