নতুন স্মার্টফোন কিনবেন? এই ফোন দেখতে পারেন, হঠাৎই 5000 টাকা দাম কমে গিয়েছে
৫,০০০ টাকা দাম কমলো ওয়ানপ্লাস ১২ ফোনের। ডিভাইসটির সবকটি ভ্যারিয়েন্টের জন্যই এই প্রাইস কাট প্রযোজ্য।
ওয়ানপ্লাসের লেটেস্ট ফ্ল্যাগশিপ, OnePlus 12 ফোনটি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আর দেরি করবেন না, এখনই ফোনটি কেনার সঠিক সময়। চীনা স্মার্টফোন নির্মাতা ভারতের বাজারে তাদের ২০২৪ সালের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনটির দাম কমিয়েছে। এখন কত টাকায় পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ১২, আসুন বিশদে জেনে নেওয়া যাক।
OnePlus 12 ফোনের দাম কমলো
ওয়ানপ্লাস ১২ ভারতের বাজারে দুটি ভ্যারিয়েন্টে বিক্রি হয় এবং উভয়েরই দাম ৫,০০০ টাকা কমেছে। ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ৬৪,৯৯৯ টাকা এবং ৬৯,৯৯৯ টাকা। ৫,০০০ টাকা দাম কমানোর পর গ্রাহকরা ১২ জিবির ভার্সনটি ৫৯,৯৯৯ টাকায় এবং ১৬ জিবি ভ্যারিয়েন্টটি ৬৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। স্মার্টফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যায় সিল্কি ব্ল্যাক, ফ্লোই এমেরাল্ড এবং গ্লাসিয়াল হোয়াইট। এর সাথে, সংস্থাটি ওয়ানপ্লাস ১২-এর ওপর ৭,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় এবং ১২ মাসের নো কস্ট ইএমআই অফার করছে।
ওয়ানপ্লাস ১২ হ্যান্ডসেটের স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১২ অনেকাংশে ওয়ানপ্লাস ১১-এর মতোই একটি ডিজাইন ধরে রেখেছে। এতে রয়েছে ৬.৮২ ইঞ্চির কার্ভড ২কে ওলেড প্রো এক্সডিআর ডিসপ্লে, যা ৩,১৬৮×১,৪৪০ পিক্সেলের কিউএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং আকর্ষণীয় ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, এই ডিসপ্লেটি ডিসপ্লেমেট এ প্লাস স্ট্যান্ডার্ডস অনুযায়ী ১৮ টি রেকর্ড সেট করেছে/ ম্যাচ করেছে।
ওয়ানপ্লাস ১২ ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ফ্ল্যাগশিপ চিপসেটে চলে, যা সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। কার্যকরী হিট ম্যানেজমেন্টের জন্য, ডিভাইসটিতে ৯,১৪০ বর্গ মিলিমিটারের ডুইয়েল ক্রায়ো-ভেলোসিটি ভ্যাপার চেম্বার (ভিসি) কুলিং সিস্টেম রয়েছে।
ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ১২ হ্যান্ডসেটের হ্যাসেলব্লাড ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, ওআইএস সহায়ক ৩x পেরিস্কোপ জুম লেন্স সহ একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি সেন্সর এবং একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ সেন্সর। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ ফ্রন্ট ক্যামেরা অবস্থান করে। ডিভাইসটি হাসেলব্লাড পোর্ট্রেট মোডও সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাস ১২ ফোনে রয়েছে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি মাত্র ২৬ মিনিটে ডিভাইসটিকে ১% থেকে ১০০% পর্যন্ত সম্পূর্ণ চার্জ করে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, ফোনটি ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
৫,০০০ টাকা দাম কমলো ওয়ানপ্লাস ১২ ফোনের। ডিভাইসটির সবকটি ভ্যারিয়েন্টের জন্যই এই প্রাইস কাট প্রযোজ্য।