দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে সুপারফাস্ট চার্জিং, বাজার মাতাবে OnePlus-এর এই স্মার্টফোন
ওয়ানপ্লাস (OnePlus) আগামী ক'সপ্তাহের মধ্যে চীনে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করবে...ওয়ানপ্লাস (OnePlus) আগামী ক'সপ্তাহের মধ্যে চীনে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি, ব্র্যান্ডটি OnePlus 12-এর কিছু ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে৷ ইতিমধ্যেই ডিভাইসটি গিকবেঞ্চ (Geekbench), চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং আইএমডিএ (IMDA) সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করেছে৷ আর এখন, স্মার্টফোনটিকে টিডিআরএ (TDRA) এবং ইইসি (EEC) ওয়েবসাইটে দেখা গেছে। এগুলি OnePlus 12-এর আগমনের ইঙ্গিত দেয়।
OnePlus 12-কে দেখা গেল TDRA এবং EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে
ওয়ানপ্লাস ১২ সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে CPH2581 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এটিকে রাশিয়ার ইইসি (EEC) সার্টিফিকেশন ওয়েবসাইটে একই মডেল নম্বরের সাথে দেখা গেছে। এগুলি অবশ্যই নিশ্চিত করে যে স্মার্টফোনটি উক্ত দেশগুলিতে শীঘ্রই লঞ্চ হবে। আশা করা যায় যে ওয়ানপ্লাস ১২ ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই চীনের বাজারে প্রাথমিকভাবে আত্মপ্রকাশ করবে।
ইতিমধ্যেই, ব্র্যান্ডের তরফে ওয়ানপ্লাস ১২-এর কয়েকটি মূল স্পেসিফিকেশনও নিশ্চিত করা হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। আসন্ন ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চির বিওই এক্স১ (BOE X1) প্যানেল থাকবে, যা ২কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ওয়ানপ্লাস ১২-এর ক্যামেরা সেটআপে নতুন সনি এলওয়াইটি৮০৮ প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ৬৪ মেগাপিক্সেলের টেলিফোটো ইউনিট থাকবে বলে টিজ করা হয়েছে। এছাড়াও, ওপ্পো (Oppo) এবং হ্যাসেলব্ল্যাড (Hasselblad)-এর যৌথ প্রয়াসে নির্মিত হাইপারটোন (Hypertone) ক্যামেরা সিস্টেমটি কম্পিউটেশনাল ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস স্মার্টফোনে উপস্থিত থাকবে।
শোনা যাচ্ছে যে, OnePlus 12 তার পূর্বসূরির মতো একই ডিজাইনের সাথে আসবে। চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যে, এই ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আর গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেস প্রকাশ করেছে যে, OnePlus 12-এ ১৬ জিবি র্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।