ওয়ানপ্লাসের ইতিহাসে প্রথমবার! OnePlus 12-র ক্যামেরায় থাকবে পেরিস্কোপ জুম লেন্স
OnePlus 12 এই বছরের ডিসেম্বরে সবার আগে চীনে লঞ্চ হবে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন ও...OnePlus 12 এই বছরের ডিসেম্বরে সবার আগে চীনে লঞ্চ হবে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আর এখন নতুন সূত্র থেকে OnePlus 12-এর ক্যামেরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
OnePlus 12-এর ক্যামেরা কনফিগারেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একটি নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, নতুন ওয়ানপ্লাস ১২-এর পিছনে প্রাইমারি ক্যামেরা হিসাবে ৫০ মেগাপিক্সেলের Sony IMX9xx ১/১.৪ ইঞ্চির একটি সেন্সর ব্যবহার করা হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। এটি আবার একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ জুম ক্যামেরার (সংস্থার ইতিহাসে প্রথম ফ্ল্যাগশিপে ফ্ল্যাগশিপে) সাথে যুক্ত থাকবে। সাম্প্রতিক ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপগুলির মতোই, ওয়ানপ্লাস ১২-এর ক্যামেরা সিস্টেমটিও হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা অপ্টিমাইজ করা হবে।
এছাড়াও, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে যে, ওয়ানপ্লাস ১২ মডেলটি ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) এলটিপিও ডিসপ্লে সহ আসবে, যা 2K রেজোলিউশন এবং মসৃণ ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সেলফির জন্য, ফোনের ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে বলেও জানা গেছে।
উন্নত পারফরম্যান্সের জন্য, OnePlus 12-এ কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এই নতুন চিপসেটটি আগামী অক্টোবরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit 2023) ইভেন্টে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ওয়ানপ্লাসের এই ফোনটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে।
এছাড়া, OnePlus 12 অ্যান্ড্রয়েড ১৪ ওএস-এর সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা অক্সিজেন ওএস ১৪ (OxygenOS 14)-এর সাথে কাস্টমাইজ করা হবে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য, ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলে জানা গেছে। OnePlus 12 বিশ্ব বাজারে আগামী বছর জানুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে।