50MP+50MP+64MP ক্যামেরার সঙ্গে আসছে OnePlus 12, শীতের বাজার একাই গরম করবে
ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ OnePlus 11-এর উত্তরসূরি হিসাবে OnePlus 12 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।...ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ OnePlus 11-এর উত্তরসূরি হিসাবে OnePlus 12 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই স্মার্টফোনটির রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে এতে ট্রিপল-ক্যামেরা সেটআপ সমন্বিত বর্গাকার-আকৃতির ক্যামেরা মডিউল থাকবে। হ্যান্ডসেটের সামনের অংশে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকার কথা রয়েছে, যার মধ্যে সেলফি ক্যামেরাটি অবস্থান করবে। ডিভাইসটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে এখন এক টিপস্টারের সৌজন্যে OnePlus 12-এর লঞ্চের টাইমলাইন সামনে এসেছে। আসুন দেখে নেওয়া যাক।
OnePlus 12 আগামী বছর গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে
টুইটারে ম্যাক্স জাম্বোর দাবি অনুযায়ী, ওয়ানপ্লাস ১২ ফ্ল্যাগশিপ ডিসেম্বরে চীনে লঞ্চ হবে। তাই আশা করা হচ্ছে আগামী বছরের প্রথম দিকে স্মার্টফোনটি বিশ্ব বাজারে পা রাখবে। জানিয়ে রাখি, চীনা স্মার্টফোন নির্মাতা এবছর জানুয়ারিতে চীনে ওয়ানপ্লাস ১২-এর পূর্বসূরি, ওয়ানপ্লাস ১১ লঞ্চ করেছিল। আর গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি উন্মোচন করা হয়।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ওয়ানপ্লাস ১২-এ এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে, যা অক্টোবরে কোয়ালকম সামিটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ওয়ানপ্লাস ১২-এ ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 12-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং পেরিস্কোপ লেন্স সহ ৬৪ মেগাপিক্সেলের অমনিভিশন সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।