OnePlus 12-এর কাছে কেউ পাত্তা পাবে না! পারফরম্যান্স নিয়ে বিরাট দাবি করল সংস্থা

ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে আগামী ৫ ডিসেম্বর তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ, OnePlus 12-এর লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে বলে...
Ananya Sarkar 28 Nov 2023 10:59 AM IST

ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে আগামী ৫ ডিসেম্বর তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ, OnePlus 12-এর লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে। ফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে ফোনটি Qualcomm-এর সাম্প্রতিকতম এবং সর্বোত্তম প্রসেসর, Snapdragon 8 Gen 3 দ্বারা চালিত হবে। আর এবার ওয়ানপ্লাস চায়না-এর প্রেসিডেন্ট লি জিয়ে, এই আসন্ন ফোনটিকে “ফ্ল্যাগশিপটিকে অফ দ্য ডেকেড' হিসেবে অভিহিত করেছেন। তিনি একটি দৃঢ়ভাবে দাবি করেছেন যে, ওয়ানপ্লাসের আসন্ন ফ্ল্যাগশিপটি “র পাওয়ার”-এর দিক থেকে বাজারের অন্যান্য সব Snapdragon 8 Gen 3-চালিত ফোনকে হারিয়ে দেবে।

OnePlus 12 পারফরম্যান্সে তার সমস্ত প্রতিযোগীদের পরাজিত করবে

লি জিয়ের এই দাবিটি যথেষ্ট আকর্ষক। কেননা তার দাবি মতো এক্সক্লুসিভ হার্ডওয়্যার এবং টিউনিং অফার করা রেড ম্যাজিক ৯ প্রো-এর মতো ‘গেমিং বিস্ট’-কেও ওয়ানপ্লাস ১২-কে টেক্কা দিতে হবে। সুতরাং এর ক্ষমতা কতটা হতে পারে, সেটা জানার জন্যই এখন ওয়ানপ্লাস ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে, আসন্ন ফোনটির শক্তি সম্পর্কে এর বেশি কিছু জানাননি তিনি।

লঞ্চ ইভেন্টের ঘোষণার পর, লি জি প্রোডাক্ট সম্পর্কে তার মিশ্র অনুভূতির কথা বলেছেন। তিনি বর্তমানে কোম্পানির অত্যন্ত উচ্চাভিলাষী উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন, তা হল ওয়ানপ্লাস ১২ তার সমকালীন অন্যান্য সমস্ত ফ্ল্যাগশিপকে মূল শক্তির ক্ষেত্রে ছাড়িয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেন যে, তিনি এবিষয়ে কখনোই প্রকাশ্যে দাবি করার সাহস পাননি, কেননা ওয়ানপ্লাসের টিম ফোনের একাধিক দিক অ্যাডজাস্ট, পালিশ এবং অপ্টিমাইজ করছিল। তবে সমস্ত কাজের পরে, লি জি অবশেষে আত্মবিশ্বাস এবং গর্বের সাথে জানিয়েছেন যে, ওয়ানপ্লাস ১২ তার লক্ষ্য অর্জন করতে সফল হয়েছে।

নিঃসন্দেহে, ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপের সাথে আসবে, যেটি ওয়ানপ্লাস টিমের মতে আসন্ন ফ্ল্যাগশিপে একটি নতুন পারফরম্যান্স রেকর্ড তৈরি করেছে। ফোনটি একটি বিশ্বমানের "২কে ওরিয়েন্টাল স্ক্রিন" অফার করবে। এছাড়াও, ফোনটির ডিসপ্লে এমন আই প্রোটেকশন সলিউশন নিয়ে আসবে যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আগে কখনও দেখা যায়নি।

ক্যামেরার ক্ষেত্রে, ব্র্যান্ডটি OnePlus 12-এর জন্য আগের প্রজন্মের মডেলের মতোই হ্যাসেলব্লাড (Hasselblad)-এর সাথে জুটি বেঁধেছে। ফোনটি Sony LYT-808 প্রাইমারি ইমেজ সেন্সরের সাথে আসবে। এতে হ্যাসেলব্লাড দ্বারা বাস্তবায়িত একটি "নতুন প্রজন্মের সুপার লাইট এবং শ্যাডো ইমেজিং সিস্টেম"-ও থাকবে। লি জিয়ে আরও বলেছেন যে কোম্পানিটি অন্যান্য সমস্ত ফ্ল্যাগশিপগুলির সাথে শুধুমাত্র পারফরম্যান্সের ক্ষেত্রে নয় বরং সামগ্রিক ইউজার ইন্টারফেসের সাথে প্রতিযোগিতা করার জন্য অনেক সময় এবং পরিশ্রম বিনিয়োগ করেছে।

Show Full Article
Next Story