এবার ওয়ানপ্লাস ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, OnePlus 12 আসছে একাধিক লেটেস্ট ফিচারের সাথে

OnePlus 12 আগামী বছরের শুরুতে লঞ্চ হবে। সেই কারণে গত কয়েকমাস ধরে এই ফোন সম্পর্কে নানা রকম তথ্য সামনে আসছে। আজ আবার এই...
techgup 24 Oct 2023 11:57 AM IST

OnePlus 12 আগামী বছরের শুরুতে লঞ্চ হবে। সেই কারণে গত কয়েকমাস ধরে এই ফোন সম্পর্কে নানা রকম তথ্য সামনে আসছে। আজ আবার এই ডিভাইসটি সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে OnePlus 12 ডিভাইসে লেটেস্ট ভার্সনের ইউএসবি পোর্ট ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, OnePlus 11 ফোনে ইউএসবি ২.০ পোর্ট ছিল। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, নয়া ডিভাইসে ইউএসবি ৩.২ পোর্ট থাকবে। আর যেখানে পূর্বসূরীতে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ছিল না। সেখানে উত্তরসূরীটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে।

এছাড়া টিপস্টার বলেছে যে, OnePlus 12 ডিভাইসে ইনফ্রারেড সেন্সর ও পেরিস্কোপ ক্যামেরা থাকবে। আর এটি ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে আইপি রেটিং সহ আসবে।

এছাড়া আশা করা হচ্ছে যে, ওয়ানপ্লাস ১২ ফোনে ১২০ হার্টজ এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লে কোয়াড এইচডি প্লাস রেজোলিউশন ও ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার এতে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, LPDDR5X র‌্যাম ও ইউএফএস ৪.০ স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য এতে হ্যাসেলব্ল্যাড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯৬৬ প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা ওয়াইড লেন্স ও ৬৪ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৬৪ভি ৩এক্স পেরিস্কোপ সেন্সর। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস ১২ ডিভাইসে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story