চীনের বাইরে একই দিনে লঞ্চ, OnePlus-এর জোড়া স্মার্টফোন বিশ্ববাজার কাঁপাতে আসছে
OnePlus 12 সিরিজের স্মার্টফোনগুলি চলতি মাসের শেষের দিকে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে...OnePlus 12 সিরিজের স্মার্টফোনগুলি চলতি মাসের শেষের দিকে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে যে, আগামী ২৩ জানুয়ারি ফ্ল্যাগশিপ OnePlus 12 এবং সাব-ফ্ল্যাগশিপ OnePlus 12R-এর ওপর থেকে পর্দা সরানো হবে। তবে লঞ্চের আগে, OnePlus 12R ফোনটি এখন টিডিআরএ (TDRA) এবং OnePlus 12-এর গ্লোবাল মডেল ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। সেখান থেকে ফোনগুলির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।
OnePlus 12 সিরিজকে দেখা গেল TDRA এবং Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে
চীনা ব্র্যান্ডটি চলতি মাসের শুরুতে তাদের হোম মার্কেটে ওয়ানপ্লাস এস ৩ হ্যান্ডসেটটি লঞ্চ করেছে, যেটিকে গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১২আর হিসাবে রিব্র্যান্ড করা হবে। এদিকে, ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২ ফোনটিকে গত ডিসেম্বরে চীনে লঞ্চ করা হয়েছিল। ফ্ল্যাগশিপ গ্রেড ডিভাইসগুলির গ্লোবাল লঞ্চ ইভেন্টটি ২৩ জানুয়ারি আয়োজন করা হয়েছে। লঞ্চের আগে ওয়ানপ্লাস ১২আর-কে সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে, যেখানে ওয়ানপ্লাস ১২ ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।
ওয়ানপ্লাস ১২আর CPH2609 মডেল নম্বর বহন করে, আর ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২-এর সাথে CPH2583 মডেল নম্বরটি যুক্ত। তবে, স্পেসিফিকেশন বা মূল্যের মতো তথ্য টিডিআরএ এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর লিস্টিংয়ে প্রকাশ করা হয়নি। যদিও, ব্লুটুথ এসআইজি ডেটাবেসটি ওয়ানপ্লাস ১২ মডেলের জন্য লেটেস্ট ব্লুটুথ ৫.৪-এর সাপোর্ট নিশ্চিত করেছে। জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১২ ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত, যেখানে ওয়ানপ্লাস ১২আর-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি থাকবে।
এছাড়া, OnePlus 12R-এ লম্বা ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। অন্যদিকে, OnePlus 12-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট সহ ৬.৮২ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেল রয়েছে। উভয় মডেলেরই রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। OnePlus 12R-এ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে OnePlus 12 শক্তিশালী ৫,৪০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চার্জিংয়ের ক্ষেত্রে, দুটি ডিভাইসই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।