Amazon Black Friday Sale

চলছে Amazon Black Friday Sale, পুরো 7000 টাকা ডিসকাউন্টে OnePlus 12R স্মার্টফোন

অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেলে ওয়ানপ্লাস 12 আর মাত্র 35,999 টাকায় তালিকাভুক্ত আছে। যেখানে OnePlus 12R হ্যান্ডসেটটি সাধারণ সময়ে 39,999 টাকায় বিক্রি হয়, যার অর্থ ডিভাইসটি কোনও নিয়ম বা শর্ত ছাড়াই সেলে 4,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া ওয়ানকার্ড ক্রেডিট কার্ড, আরবিএল ব্যাংক ক্রেডিট কার্ড এবং ফেডারেল ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

Ankita Mondal 1 Dec 2024 8:27 AM IST

OnePlus 12R at Lowest Price: অ্যামাজনে গতকাল থেকে শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল। এই সেলে বেশ কয়েকটি ফোনে ছাড় দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একটি হল ওয়ানপ্লাস 12আর। এটি একটি দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন। OnePlus 12R অ্যামাজন সেলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ বিক্রি হচ্ছে। আপনি 7000 টাকা পর্যন্ত সস্তায় ফোনটি কিনতে পারবেন। এই ডিভাইসে ভাল ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারি আছে। আসুন অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন OnePlus 12R কি কি অফার সহ পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।

OnePlus 12R ফোনে 7000 টাকা ছাড়

অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেলে ওয়ানপ্লাস 12 আর মাত্র 35,999 টাকায় তালিকাভুক্ত আছে। যেখানে এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি সাধারণ সময়ে 39,999 টাকায় বিক্রি হয়, যার অর্থ ডিভাইসটি কোনও নিয়ম বা শর্ত ছাড়াই সেলে 4,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া ওয়ানকার্ড ক্রেডিট কার্ড, আরবিএল ব্যাংক ক্রেডিট কার্ড এবং ফেডারেল ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এর ফলে ফোনটি সর্বনিম্ন 32,999 টাকায় কেনা যাবে। এছাড়া পুরনো ডিভাইস এক্সচেঞ্জে করলে 27,550 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

OnePlus 12R স্মার্টফোনে রয়েছে এই অসাধারণ সব ফিচার

ওয়ানপ্লাস 12 আর ভারতে 40,000 টাকার নিচে একটি অত্যন্ত ভাল ফোন। এই ডিভাইসে আছে চমৎকার 6.78-ইঞ্চি 120Hz AMOLED প্যানেল। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 4500 নিট। ফোনটি ভেজা অবস্থায়ও কাজ করবে কারণ এতে অ্যাকোয়া টাচ প্রযুক্তি সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা বেশ পাওয়ারফুল এবং ভাল গেমিং পারফরম্যান্স সরবরাহ করবে। ডিভাইসটিতে বড় 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, 26 মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যায়।

এই ওয়ানপ্লাস স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনটি IP64 রেটিংয়ের সাথে এসেছে।

Show Full Article
Next Story