OnePlus 12R: নতুন রঙে হাজির ওয়ানপ্লাস ফোন, শুরু হল সেল
ওয়ানপ্লাস ১২আর ফোনটি এবার বাজারে হাজির হল নতুন কালার অপশনে। ডিভাইসটি এতদিন আয়রন গ্রে, কুল ব্লু এবং ইলেকট্রিক ভায়োলেট কালারে উপলব্ধ ছিল। এখন এটিকে সানসেট ডিউন অপশনেও কেনা যাবে।
এমাসের শুরুতে ওয়ানপ্লাস ভারতে ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনের জন্য নতুন ও আকর্ষণীয় সানসেট ডিউন কালার অপশনটি প্রকাশ করেছে। আর এবার ফ্ল্যাগশিপ ফোনটির এই নতুন কালার ভ্যারিয়েন্টটি বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। আসুন ওয়ানপ্লাস ১২আর হ্যান্ডসেটের নয়া মডেলটির দাম, লঞ্চ অফার এবং অন্যান্য বিবরণগুলি জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ১২আর ফোনের মূল্য এবং অফার
ওয়ানপ্লাস ১২আর ফোনের সানসেট ডিউন ভ্যারিয়েন্টটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে, যার দাম ৪২,৯৯৯ টাকা। ক্রেতারা ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনের সাইটে এটি কিনতে পারবেন। এছাড়াও বেশ কিছু অফার রয়েছে, যা এর দাম কমিয়ে ৩৯,৯৯৯ টাকা করেছে।
এছাড়াও, যারা সানসেট ডিউন ভ্যারিয়েন্ট কিনবেন তারা ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’-এর ভিত্তিতে বিনামূল্যে ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারফোনও পেয়ে যাবেন, যার মূল্য ৬,৪৯৯ টাকা। ক্রেতাদের জন্য ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নয় মাস পর্যন্ত একটি নো-কস্ট ইএমআই অপশন রয়েছে।
ওয়ানপ্লাস ১২আর ফোনের সানসেট ডিউন ফোনের স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১২আর ফোনের সানসেট ডিউন মডেলে অন্যান্য কালার ভ্যারিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন রয়েছে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন এবং এইচডিআর১০+ সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা বিভিন্ন কাজ এবং অ্যাপ্লিকেশনের জন্য মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ১২আর ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাস ১২আর বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা ডিভাইসটিকে মাত্র ২৬ মিনিটের মধ্যে ১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত যেতে দেয়৷ এটি স্টেরিও স্পিকার, ব্লুটুথ ৫.৩, একটি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য একটি আইপি৬৪ রেটিং প্রাপ্ত চ্যাসিসের সাথে এসেছে। স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।
ওয়ানপ্লাস ১২আর ফোনটি এবার বাজারে হাজির হল নতুন কালার অপশনে। ডিভাইসটি এতদিন আয়রন গ্রে, কুল ব্লু এবং ইলেকট্রিক ভায়োলেট কালারে উপলব্ধ ছিল। এখন এটিকে সানসেট ডিউন অপশনেও কেনা যাবে।