কম দামে পাবেন আরও বেশি স্টোরেজ, নতুন সুবিধা নিয়ে হাজির হল OnePlus

ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে ভারতের বাজারে তাদের লেটেস্ট সাব-ফ্ল্যাটশিপ স্মার্টফোন, OnePlus 12R-কে পেশ করেছে। লঞ্চের...
Ananya Sarkar 21 March 2024 1:13 PM IST

ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে ভারতের বাজারে তাদের লেটেস্ট সাব-ফ্ল্যাটশিপ স্মার্টফোন, OnePlus 12R-কে পেশ করেছে। লঞ্চের সময় ফোনটি দুটি সংস্করণে উপলব্ধ হয় - 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। তবে এখন সংস্থা এই দুই ভ্যারিয়েন্টের সাথে একটি নতুন মডেল যুক্ত করেছে। এটি সেই সমস্ত ইউজারদের টার্গেট করে, যারা খুব বেশি অর্থ খরচ না করেই অধিক স্টোরেজ স্পেসের সন্ধান করছেন। OnePlus 12R-এর লেটেস্ট মডেলটি 8 জিবি র‍্যামের সাথে 256 জিবি স্টোরেজ অফার করে। এটি বেস 8 জিবি + 128 জিবি এবং টপ-এন্ড 16 জিবি + 256 জিবি মডেলের মাঝে অবস্থান করে এবং ক্রেতাদের জন্য একটি উপযুক্ত মিড-রেঞ্জের বিকল্প হয়ে উঠেছে। আসুন OnePlus 12R-এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

লঞ্চ হল OnePlus 12R-এর নতুন স্টোরেজ সংস্করণ

ওয়ানপ্লাস 12আর-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে 42,999 টাকা। এটি ওয়ানপ্লাসের অনলাইন প্ল্যাটফর্ম, অ্যামাজন ইন্ডিয়ার পাশাপাশি বিভিন্ন অফলাইন স্টোর থেকে কেনা যাবে। ক্রেতাদের আকৃষ্ট করতে, ওয়ানপ্লাস বেশ কিছু ডিলও অফার করছে। আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ওয়ানকার্ড (OneCard) ব্যবহারকারীরা 1,000 টাকা ছাড় পাবেন। যারা পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করতে চাইছেন তারা 3,000 টাকা বোনাস পেতে পারেন, সঙ্গে ওয়ানপ্লাস নর্ড সিরিজের স্মার্টফোন ইউজারদের জন্য অতিরিক্ত 1,000 টাকা ডিসকাউন্ট। সীমিত সময়ের জন্য, ক্রেতারা ওয়ানপ্লাস বাডস জেড2 ইয়ারবাডটিও ওয়ানপ্লাস 12R-এর নতুন মডেলের সাথে বিনামূল্যে পাবেন।

এছাড়াও, OnePlus একটি 9-মাসের নো-কস্ট ইএমআই অপশন এবং জিও (Jio) সুবিধা প্রদান করছে, যার মধ্যে রয়েছে 15 মাসের জন্য প্রতি মাসে 150 টাকা ছাড়, অর্থাৎ মোট 2,250 টাকার সঞ্চয়।

OnePlus 12R-এর স্পেসিফিকেশন:

OnePlus 12R-এ 6.78 ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা গরিলা গ্লাস ভিকটাস ২ (Gorilla Glass Victus 2) দ্বারা সুরক্ষিত এবং এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। স্ক্রিনটি 1.5কে রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4,500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, OnePlus 12R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক 16 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিনে চলে এবং কোম্পানি এতে তিনটি প্রধান অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 12R-এ 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12R-এ 100 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ, একটি আইআর ব্লাস্টার, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং IP65-রেটেড চ্যাসিস।

Show Full Article
Next Story