OnePlus এর এই দুই জনপ্রিয় স্মার্টফোন হল সস্তা, 5250 টাকার ফায়দা

OnePlus 12R ফোনের 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 38,999 টাকা। তবে এটি আরও 3 হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কেনা যাবে।

Ankita Mondal 29 Dec 2024 10:55 AM IST

আপনি যদি OnePlus ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে কোম্পানির ওয়েবসাইটে এখন দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই ডিলে আপনি অফার সহ OnePlus Nord 4 এবং OnePlus 12R কিনতে পারেন। এই ডিভাইসগুলির সাথে 3,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার জিও প্লাস পোস্টপেড ব্যবহারকারীরা 2250 টাকার বেনিফিট পাবেন। এছাড়া রয়েছে নো-কস্ট ইএমআই এর সুবিধা। চলুন ওয়ানপ্লাসের এই দুই এই ফোনের সাথে কী কী ডিল দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

OnePlus 12R

ওয়ানপ্লাস 12R ফোনের 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 38,999 টাকা। তবে এটি আরও 3 হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কেনা যাবে। আইসিআইসিআই এবং আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই অফার দেওয়া হচ্ছে। এছাড়া জিও প্লাস পোস্টপেড প্ল্যানের ব্যবহারকারীরা পাবেন 2250 টাকার বেনিফিট। সাথে 6 মাসের নো কস্ট ইএমআই অফারও আছে।

ফিচারের কথা বললে, আপনি এই ফোনে 6.78-ইঞ্চি AMOLED ProXDR LTPO 4.0 ডিসপ্লে পাবেন, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। হ্যান্ডসেটে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OnePlus Nord 4

ওয়ানপ্লাস নর্ড 4 এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অফিসিয়াল ই-স্টোরে 27,999 টাকায় তালিকাভুক্ত। এর সাথে 2 হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এই অফারটি আইসিআইসিআই এবং আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য। এই ফোনের সাথে কোম্পানি জিও প্লাস পোস্টপেড ব্যবহারকারীদের 2250 টাকার সুবিধা দিচ্ছে। আবার 6 মাসের নো-কস্ট ইএমআই এর সুবিধাও পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেখা যাবে। ওয়ানপ্লাসের এই ফোনটি স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 প্রসেসরে চলে। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5500mAh ব্যাটারি, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story