OnePlus 12R: আভিজাত্যের ছোঁয়া প্রতিটি ফিচারে, ক্যামেরায় বড় চমক ওয়ানপ্লাস-এর
ওয়ানপ্লাস জানুয়ারি মাসে তাদের লেটেস্ট OnePlus 11 5G স্মার্টফোনটি উন্মোচন করেছে। আর এটির লঞ্চের পর ছয়মাস কাটতে না...ওয়ানপ্লাস জানুয়ারি মাসে তাদের লেটেস্ট OnePlus 11 5G স্মার্টফোনটি উন্মোচন করেছে। আর এটির লঞ্চের পর ছয়মাস কাটতে না কাটতেই উত্তরসূরি OnePlus 12-কে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। এমনকি, ফোনটির রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনও অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, এক জনপ্রিয় টিপস্টারের সৌজন্যে ওয়ানপ্লাসের নম্বর সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন, OnePlus 12R-এর কিছু রেন্ডার প্রকাশ্যে এসেছে। ডিভাইসটি OnePlus 11R-এর উত্তরসূরি হিসেবে আসবে, যা এই বছরের ফেব্রুয়ারির শুরুতে আত্মপ্রকাশ করেছিল। আসন্ন স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।
ফাঁস হল OnePlus 12R-এর রেন্ডার এবং মূল স্পেসিফিকেশন
টিপস্টার স্টিভ হেমারস্টোফার দ্বারা শেয়ার করা রেন্ডার অনুসারে, ওয়ানপ্লাস ১২আর-এ পূর্বসূরির তুলনায় কিছুটা কম কার্ভড ডিসপ্লে থাকবে। এটিতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে এবং স্ক্রিনটি স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে। ওয়ানপ্লাস ১২আর-এ আগের প্রজন্মের মডেলটির মতো একই ডিজাইন বজায় থাকবে। অর্থাৎ, এতেও গ্লসি ফিনিশের সাথে একটি হাফ-পিল-আকৃতির রিয়ার আইল্যান্ড থাকবে, যা পাশের ফ্রেম থেকে প্রসারিত হবে। এটিতে তিনটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ বৃত্তাকার মডিউল অবস্থান করবে।
আবার, ওয়ানপ্লাস ১২আর-এর ডান প্রান্তে একটি পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডার উপস্থিত থাকবে, আর ভলিউম রকারগুলি বাম দিকে অবস্থান করবে। নীচের প্রান্তে একটি ইউএসবি-সি পোর্ট, একটি মাইক্রোফোন কাটআউট এবং একটি স্পিকার গ্রিল দেখা যাবে। রেন্ডারে ডিভাইসটিকে হোয়াইট কালার অপশনে দেখা গেছে।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, রিপোর্টে যোগ করা হয়েছে যে OnePlus 12R ফোনটি Qualcomm 8 Gen 2 প্রসেসর প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যার ক্যাপাসিটি পূর্বসূরির তুলমায় ৫০০ এমএএইচ বেশি। এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া, OnePlus 12R-এর সামনে 1.5K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো ইউনিট এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেড পেতে পারে। OnePlus 12R 5G চীনে আগামী বছরের জানুয়ারিতে লঞ্চ হবে। এটি তারপর ভারতে আসতে পারে।