OnePlus 13 লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল? MIIT থেকে ছাড়পত্র পেতেই তুঙ্গে জল্পনা

OnePlus 13 সিরিজ আগামী সপ্তাহে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকবে। এছাড়া...
ANKITA 23 Sept 2024 11:14 PM IST

OnePlus 13 সিরিজ আগামী সপ্তাহে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকবে। এছাড়া ফোনটির বিভিন্ন তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গেছে এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও Sony LYT808 ক্যামেরা দেওয়া হবে। আজ আবার OnePlus 13 কে চীনের একটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা এর লঞ্চের সময় যে আগত তা নিশ্চিত করে।

OnePlus 13 পেল MIIT সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন

চীনের টেক জায়ান্টের আসন্ন এই স্মার্টফোনকে MIIT সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেও ওয়ানপ্লাস ১৩ কে PJZ110 মডেল নম্বরের সাথে খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, এই ফোনে ডুয়েল সিম কার্ড স্লট, 5G কানেক্টিভিটি ও লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে।

এছাড়া MIIT থেকে ওয়ানপ্লাস ১৩ সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে এর আগে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে। এছাড়া রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১৩ ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Samsung Galaxy M55s: পুজোয় সেলফি তোলার জন্য সেরা স্মার্টফোন আনল স্যামসাং

ক্যামেরার কথা বললে OnePlus 13 ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। প্রাইমারি ক্যামেরা হিসেবে Sony LYT808 সেন্সর ব্যবহার করা হবে। আর এর অন্য দুটি ক্যামেরা হবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও টেলিফটো লেন্স। এই ক্যামেরা ডেভেলপ করবে হ্যাসেলব্লাড। আবার জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকতে ফোনটি আইপি৬৯ রেটিং সহ আসবে।

Show Full Article
Next Story