OnePlus 13 ভারতে 7 জানুয়ারি লেটেস্ট স্ন্যাপড্রাগন পাওয়ারফুল প্রসেসর ও হ্যাসেলব্ল্যাড ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে
ওয়ানপ্লাস 13 ওয়ানপ্লাস 12 এর 50-মেগাপিক্সেল এলওয়াইটি-808 প্রাইমারি সেন্সরটি ধরে রেখেছে, তবে এর টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্স 50-মেগাপিক্সেলে আপগ্রেড করা হয়েছে।
OnePlus 13 ও OnePlus 13R ফোনের ভারতে লঞ্চের তারিখ সামনে এল। ওয়ানপ্লাস তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করেছে। যেখানে জানানো হয়েছে যে OnePlus 13 সিরিজ আগামী 7 জানুয়ারী, 2025 তারিখে রাত 9 টায় ভারতে লঞ্চ হবে। ওয়ানপ্লাসের উইন্টার লঞ্চ ইভেন্টে এই দুটি ফোনের উপর থেকে পর্দা সরানো হবে। জানিয়ে রাখি, গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে OnePlus 13। ফলে সিরিজের এই ফোনের ফিচার ও দাম সম্পর্কে ইতিমধ্যেই ধারণা পাওয়া গেছে। তাই চলুন এর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus 13 এর স্পেসিফিকেশন এবং ফিচার (প্রত্যাশিত)
OnePlus 13 series launching globally on January 7, 2025!#OnePlus #OnePlus13 pic.twitter.com/UIfn4epWTy
— OnePlus Club (@OnePlusClub) December 17, 2024
প্রসেসর: পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস 13 হ্যান্ডসেটে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম স্কিনে চলে। এর সাথে চার বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যায়।
ব্যাটারি: ওয়ানপ্লাস 13 ফোনে বড় ব্যাটারি পাওয়া যাবে। যেখানে ওয়ানপ্লাস 12 মডেলে ছিল 5,400mAh ব্যাটারি , সেখানে আসন্ন মডেলে 6,000mAh ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, এই ব্যাটারি প্রায় দু'দিন ব্যাকআপ দেবে। ডিভাইসটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
OnePlus 13R official image. ✅#OnePlus13R #oneplus pic.twitter.com/xpHbhqTZhA
— Abhishek Yadav (@yabhishekhd) December 17, 2024
ক্যামেরা: ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাস 13 ওয়ানপ্লাস 12 এর 50-মেগাপিক্সেল এলওয়াইটি-808 প্রাইমারি সেন্সরটি ধরে রেখেছে, তবে এর টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্স 50-মেগাপিক্সেলে আপগ্রেড করা হয়েছে। এছাড়াও এতে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং এবং 4K/60 এফপিএস ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে।
অন্যান্য ফিচার: ওয়ানপ্লাস 13 আইপি 68 এবং আইপি 69 রেটিং প্রাপ্ত, যার অর্থ এটি জলের মধ্যে পড়ে গেলেও নষ্ট হবে না। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করায় ভেজা হাতে এই ফোন আনলকও করা যাবে।
ভারতে OnePlus 13 এর দাম
ওয়ানপ্লাস 13 এর দাম 70,000 টাকার কম রাখা হবে বলে মনে করা হচ্ছে। ওয়ানপ্লাস 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং আশা করা হচ্ছে যে কোম্পানি নতুন মডেলের দাম কয়েক হাজার টাকা বাড়াবে।
ওয়ানপ্লাস 13 ওয়ানপ্লাস 12 এর 50-মেগাপিক্সেল এলওয়াইটি-808 প্রাইমারি সেন্সরটি ধরে রেখেছে, তবে এর টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্স 50-মেগাপিক্সেলে আপগ্রেড করা হয়েছে।