OnePlus 13 একঝাঁক AI ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, Amazon এর সেলের তারিখ দেখে নিন

ভারতে OnePlus 13 স্মার্টফোনের প্রথম বোনাস ড্রপ সেল 18 ডিসেম্বর, 2024 সন্ধ্যা 6:30 টায় অনুষ্ঠিত হবে, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় বোনাস ড্রপ সেল হবে।

Suman Patra 5 Dec 2024 3:45 PM IST


Highlights

OnePlus 13 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে।

ই-কমার্স সাইট অ্যামাজন আজ এর জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করেছে।

ভারতে ওয়ানপ্লাস 13 স্মার্টফোনটি 12GB/256GB এবং 16GB/512GB স্টোরেজ বিকল্পের সাথে পাওয়া যাবে।


OnePlus 13 Microsite Goes Live: ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 13, শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সাইট অ্যামাজন আজ এর জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করেছে। এই পেজে স্মার্টফোনের বিশেষ বিশেষ ফিচারগুরি প্রকাশ করা হয়েছে। অ্যামাজন ইন্ডিয়ার ল্যান্ডিং পেজে অনুযায়ী ওয়ানপ্লাস 13 ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক OxygenOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেমে এআই ডিটেইল বুস্ট, এআই আনব্লার, এআই রিফ্লেকশন ইরেজার এবং এআই নোটস অন্তর্ভুক্ত আছে।

পাশাপাশি রিমাইন্ডার অ্যানিমেশন, সুপারভুক চার্জিং, ওয়ালপেপার ওয়ান্ডারল্যান্ড, গাউসিয়ান ব্লার ইত্যাদি ফিচার পাওয়া যাবে। আবার ফোন চুরি ঠেকাতে ওয়ানপ্লাস 13 মডেলে স্পেশাল ফিচার থাকবে। উল্লেখ্য, ওয়ানপ্লাস গত ডিসেম্বরে চীনে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি লঞ্চ করেছিল। এবার এটি গ্লোবাল মার্কেটে ও ভারতে আসবে।

রিপোর্ট অনুযায়ী, ভারতে OnePlus 13 স্মার্টফোনের প্রথম বোনাস ড্রপ সেল 18 ডিসেম্বর, 2024 সন্ধ্যা 6:30 টায় অনুষ্ঠিত হবে, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় বোনাস ড্রপ সেল হবে।

OnePlus 13 এর স্টোরেজ অপশন এবং কালার ভ্যারিয়েন্ট

ভারতে ওয়ানপ্লাস 13 স্মার্টফোনটি 12GB/256GB এবং 16GB/512GB স্টোরেজ বিকল্পের সাথে পাওয়া যাবে। এছাড়া এটি ব্ল্যাক এক্লিপস, মিডনাইট ওশান এবং আর্কটিক ডন কালারে আসবে।

OnePlus 13 এর ফিচার

ওয়ানপ্লাস 13 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ আসবে। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান। হ্যাসেলব্ল্যাড ক্যামেরা সিস্টেমের সাথে আসা এই ক্যামেরা সেটআপে তিনটি সেন্সরই 50MP রেজোলিউশন অফার করে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট করে। সাথে আছে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং ওআইএস সহ 50MP টেলিফোটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ডিভাইসটিতে 4500 নিটস পিক ব্রাইটনেস, 800 নিটস লোকাল ব্রাইটনেস এবং 1440 x 3168 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে।

Show Full Article
Next Story