শীঘ্রই ভারতে লঞ্চ হবে OnePlus 13, এই ৮ কারণে আপনি কিনতে পারেন
OnePlus 13 Features - ওয়ানপ্লাস ১৩ আইপি৫৮ এবং আইপি৫৯ রেটিংপ্রাপ্ত। প্রথম রেটিংয়ের মানে ডিভাইসটি ১ মিটারের বেশি জলে প্রায় এক ঘন্টা ঠিক থাকতে পারবে।
ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে OnePlus 13। দুর্দান্ত সব ফিচার্স ও দারুন ডিজাইন রয়েছে এই স্মার্টফোনে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এছাড়া নয়া এই ফোনের একাধিক ফিচারে বড় বদল করেছে ওয়ানপ্লাস। এর আগের মডেল অর্থাৎ OnePlus 12-এ যেখানে দেওয়া হয়েছে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, সেখানে OnePlus 13 মডেলে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
আগামী বছরের শুরুতে এই স্মার্টফোনটি ভারত সহ বিশ্ব বাজারে পা রাখবে। কিছুদিন আগে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে ডিভাইসটি। কিন্তু ওয়ানপ্লাসের নতুন এই স্মার্টফোন কেনার জন্য আপনাকে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করা উচিত? নাকি এখনই অন্য কোনো ফ্ল্যাগশিপ ফোন কেনা উচিত? আজ আমরা OnePlus 13 এর বিশেষ আটটি দিক জানাবো। এর উপর ভিত্তি করে আপনি উপরের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
OnePlus 13 : ফিচার্স ও স্পেসিফিকেশন
নয়া ডিজাইন : নতুন রিয়ার প্যানেল ডিজাইন-সহ বাজারে এসেছে ওয়ানপ্লাস ১৩। তবে আগের মডেলের মতো একই সার্কুলার ক্যামেরা মডিউল এবং চারটি সেন্সর রয়েছে এতে। চীনে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এটি - ব্লু লেদার, অবসিডিয়ান গ্লাস এবং হোয়াইট গ্লাস শেড।
ডিসপ্লে : ওয়ানপ্লাস ১৩ ফোনে অ্যাপলের মতো বড় স্ক্রিন রাখার চেষ্টা করেছে ওয়ানপ্লাস। এতে রয়েছে ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং QHD+ রেজোলিউশন। ফোনের পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। কোম্পানির দাবি, গ্লাভস পরেও ব্যবহার করা যাবে এটির ডিসপ্লে।
নতুন প্রসেসর : একদম নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট রয়েছে ফোনে। অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি হাই-এন্ড গেমিংও করা যাবে এতে।
ব্যাটারি ক্যাপাসিটি : ওয়ানপ্লাস ১২ মডেলে ছিল ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। তবে এই মডেলে তা বাড়ানো হয়েছে। মিলবে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
ক্যামেরা : ক্যামেরা নিয়ে বরাবরই চমক দেয় ওয়ানপ্লাস। এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা, সঙ্গে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ও আল্ট্রাওয়াইড লেন্স। ৪কে ডলবি ভিশন ভিডিয়ো রেকর্ডিং করা যাবে এই ক্যামেরায়। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ওয়াটারপ্রুফ : সম্পূর্ণ ওয়াটারপ্রুফ না হলেও, ওয়ানপ্লাস ১৩ আইপি৫৮ এবং আইপি৫৯ রেটিংপ্রাপ্ত। প্রথম রেটিংয়ের মানে ডিভাইসটি ১ মিটারের বেশি জলে প্রায় এক ঘন্টা ঠিক থাকতে পারবে। দ্বিতীয় রেটিং বোঝায়, জলের উচ্চ চাপ এবং স্টিম ক্লিনিং সহ্য করতে পারবে ফোনটি।
বায়োমেট্রিক : আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে এতে। আপনার আঙুলের ছাপ নির্ভুল ভাবে নিতে পারবে ডিভাইসটি। পাশাপাশি ভেজা হাতেও আনলক করা যাবে স্মার্টফোন।
সফটওয়্যার : সফটওয়্যারের ক্ষেত্রে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ অপারেটিং সিস্টেম। ওয়ানপ্লাস জানিয়েছে, চার বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছর সিকিউরিটি আপডেট মিলবে এই স্মার্টফোনে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৯ ওএস পর্যন্ত সফটওয়্যার আপডেট দিতে পারবে ওয়ানপ্লাস ১৩।
OnePlus 13 Features - ওয়ানপ্লাস ১৩ আইপি৫৮ এবং আইপি৫৯ রেটিংপ্রাপ্ত। প্রথম রেটিংয়ের মানে ডিভাইসটি ১ মিটারের বেশি জলে প্রায় এক ঘন্টা ঠিক থাকতে পারবে।