লঞ্চের সময় ফাঁস, OnePlus 13 আসছে 6000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে

OnePlus 13 এর হাত ধরে স্মার্টফোনের দুনিয়ায় সাড়া ফেলতে চাইছে ওয়ানপ্লাস। এই কারণে আসন্ন এই ডিভাইসে এমন কিছু ফিচার থাকবে যা আগের কোনো ওয়ানপ্লাস মডেলে…

OnePlus 13 launch timeline leaked featuring 6000mah Battery and 100w charging

OnePlus 13 এর হাত ধরে স্মার্টফোনের দুনিয়ায় সাড়া ফেলতে চাইছে ওয়ানপ্লাস। এই কারণে আসন্ন এই ডিভাইসে এমন কিছু ফিচার থাকবে যা আগের কোনো ওয়ানপ্লাস মডেলে ছিল‌ না। রিপোর্ট অনুসারে, এই বছরের শেষের দিকে লঞ্চ হবে OnePlus 13, OnePlus Ace 5 ও OnePlus Ace 5 Pro। এরমধ্যে OnePlus Ace 5 সিরিজ নভেম্বরে আসবে Redmi K80 সিরিজকে টেক্কা দিতে। প্রায় একই সময় লঞ্চ হবে OnePlus 13। আর এই ফোনে 6000 এমএএইচ ব্যাটারি সহ 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

OnePlus 13 কবে লঞ্চ হবে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, চীনে ডাবল 11 (11 নভেম্বর – সিঙ্গেলস ডে) শপিং ফেস্টিভ্যালের আগে Oneplus 13 বাজারে আসবে। তিনি আরও জানান, অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে ডিভাইসটিকে লঞ্চ করার পরিকল্পনা করছে ওয়ানপ্লাস।

OnePlus 13 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, ওয়ানপ্লাস 13 ফোনে দেখা যাবে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.8-ইঞ্চি ওলেড ডিসপ্লে, যা মাইক্রো-কোয়াড-কার্ভড ডিজাইন অফার করবে। আর এই ডিসপ্লে 3168X1440 পিক্সেল 2K রেজোলিউশন সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে থাকবে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 অপারেটিং সিস্টেমে চলবে।

OnePlus 13 ফোনে থাকবে ওআইএস সহ 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা

ওয়ানপ্লাস 13 স্মার্টফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এর রিয়ার ক্যামেরা সেটআপে থাকবে ওআইএসসহ 50 মেগাপিক্সেল সনি এলওয়াইটি-808 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুমসহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

OnePlus 13 ডিভাইসে থাকবে 100W চার্জিং সহ 6000mAh ব্যাটারি

ওয়ানপ্লাস 13 ফ্ল্যাগশিপ ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 24 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম, 1 টিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ সহ আসবে। আর এই স্মার্টফোনে পাওয়া যাবে 100 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন সহ 6000 এমএএইচ ব্যাটারি।