OnePlus 13 লঞ্চ হচ্ছে পরের মাসেই, সনির নতুন ক্যামেরার সেন্সরের সাথে থাকবে BOE X2 ডিসপ্লে

OnePlus 13 নিয়ে জল্পনা শেষ। আগামী মাসেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসবে। না আমরা এই দাবি করছি না, বরং ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট লুউস লি আজ একটি…

oneplus 13 launch timeline october louis lee confirmed expected price specifications

OnePlus 13 নিয়ে জল্পনা শেষ। আগামী মাসেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসবে। না আমরা এই দাবি করছি না, বরং ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট লুউস লি আজ একটি উইবো পোস্টে এমন ইঙ্গিত দিয়েছে। এই ডিভাইসে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর। এই প্রসেসর 21-23 অক্টোবরের মধ্যে লঞ্চ হবে। মনে করা হচ্ছে এরপর OnePlus 13 বাজারে আসবে।

জানিয়ে রাখি, চাইনিজ ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং সংস্থা BOE‌ গত সপ্তাহে একটি ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্টে নেক্সট জেনারেশন BOE X2 স্ক্রিনের উপর থেকে পর্দা সরানো হয়েছে। লি নিশ্চিত করেছেন যে, আসন্ন OnePlus 13 ফোনে এই নতুন ডিসপ্লে ব্যবহার করা হবে।

আরও পড়ুন : iPhone 16: অ্যাপলপ্রেমীদের জন্য সুখবর, নতুন আইফোনে মিলবে দ্বিগুণ স্টোরেজ

ভারতে OnePlus 13 এর দাম কত হতে পারে?

OnePlus 12 ভারতে 2024 সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। এর দাম শুরু হয়েছিল 64,999 টাকা থেকে। আশা করা হচ্ছে OnePlus 13 এর দাম সামান্য বেশি হতে পারে। লঞ্চের পর এটি iPhone 16 সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

OnePlus 13 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস 13 ফোনের সামনে দেখা যাবে 6.8 ইঞ্চি 8টি এলটিপিও বিওই এক্স2 ডিসপ্লে, যা কোয়াড মাইক্রো কার্ভড ডিজাইন সহ আসবে। এই ডিসপ্লে 2কে রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ডিসপ্লের মধ্যে দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন : TVS Apache RR 310: নতুন স্পোর্টস বাইক আনছে টিভিএস, অসীম শক্তির সঙ্গে থাকবে বাজার কাঁপানো ফিচার্স

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13 স্মার্টফোনে পাওয়া যাবে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি LYT-808 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 3এক্স জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল আইএমএক্স882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং ও 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন