সনি ও স্যামসাং-এর মিলিত ক্যামেরা নিয়ে লঞ্চ হবে OnePlus 13, ছবি উঠবে অনবদ্য

চলতি সপ্তাহেই অপেক্ষার অবসান ঘটিয়ে OnePlus 13 এর লঞ্চের তারিখ ঘোষণা হয়েছে। বহু আলোচিত এই স্মার্টফোনটি Snapdragon 8 Elite...
Shankha Shuvro 24 Oct 2024 10:42 PM IST

চলতি সপ্তাহেই অপেক্ষার অবসান ঘটিয়ে OnePlus 13 এর লঞ্চের তারিখ ঘোষণা হয়েছে। বহু আলোচিত এই স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর চালিত অন্যতম প্রথম মডেল হিসাবে ৩১ অক্টোবর লঞ্চ হবে। চীনা সংস্থাটির তরফে ইতিমধ্যেই ডিভাইসটির বিশেষ ফিচার্স ও স্পেসিফিকেশনগুলি নিশ্চিত করা হয়েছে। এবার ওয়ানপ্লাস ফোনটির ক্যামেরা ডিটেলস প্রকাশ করেছে।

ওয়ানপ্লাস ১৩ ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে

স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের সঙ্গে ওয়ানপ্লাস ১৩ এর আগমনের বিষয়টি আগেই কনফার্ম করা হয়েছে। সম্প্রতি একটি টিজার ফ্ল্যাগশিপ ফোনটির কুলিং সিস্টেম প্রদর্শন করেছে। এসবের থেকেও বেশি হইচই ফেলেছে কোম্পানির নতুন টিজার, যেখানে ফোনের ট্রিপল ক্যামেরার ব্যাপারে বিশদে জানানো হয়েছে। পূর্বসূরী মডেলের মতো এতেও হ্যাসেলব্ল্যাড ট্রিপল ক্যামেরা মডিউল থাকছে।

ওয়ানপ্লাস ১৩ এর পিছনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৮০৮ ক্যামেরা মিলবে। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সাপোর্ট করবে। মেইন ক্যামেরার সঙ্গে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৫ আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত থাকছে, যা ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করবে। তৃতীয় ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের নতুন সনি এলওয়াইটি৬০০ টেলিফটো লেন্স। এতে এফ/২.৬ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং ৩x অপটিক্যাল জুমের সাপোর্ট থাকবে।

ওয়ানপ্লাস দাবি করেছে যে, ওয়ানপ্লাস ১৩-এ আগের প্রজন্মের তুলনায় পাতলা এবং হালকা পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ক্যামেরা সিস্টেম কতটা অত্যাধুনিক তার ধারণা দিতে সংস্থা টেলিফটো লেন্স দিয়ে তোলা কিছু ছবি শেয়ার করেছে। মাস্টার মোড বলে একটি মোড পাওয়া যাবে এতে, যা বিষয়বস্তুর দুর্দান্ত বিবরণ বজায় রেখে প্রাকৃতিক আলো আনবে। ওয়ানপ্লাস ১৩ এই মাসে চীনে লঞ্চ হলেও ভারতে ২০২৫ সালের জানুয়ারিতে আসবে বলে শোনা যাচ্ছে।

Show Full Article
Next Story