স্মার্টফোন দুনিয়ার অন্যতম সেরা ডিসপ্লে সহ লঞ্চ হবে OnePlus 13, ছবি মনে হবে জীবন্ত

OnePlus 13 ফোনে থাকবে নতুন BOE X2 স্ক্রিন। বিওই তাদের এই স্ক্রিনটিকে আনুষ্ঠানিকভাবে অক্টোবরে লঞ্চ করতে চলেছে।

Oneplus 13 With Boe X2 Display May Launch In October

সম্প্রতি অনুষ্ঠিত বিওই গ্লোবাল ইনোভেশন পার্টনার কনফারেন্স 2024 ইভেন্টে চীনা ডিসপ্লে প্রস্তুতকারক বিওই (BOE) ঘোষণা করেছে যে তাদের দ্বিতীয়-প্রজন্মের “ওরিয়েন্টাল স্ক্রিন” আনুষ্ঠানিকভাবে অক্টোবরে প্রকাশ করা হবে এবং ওয়ানপ্লাস হল প্রথম ব্র্যান্ড, যারা নতুন এই ডিসপ্লেটিকে বাজারে আনবে। তাই, মনে করা হচ্ছে যে OnePlus 13 হবে প্রথম ফোন, যেটিতে উল্লিখিত ডিসপ্লে থাকবে। এটি BOE X2 স্ক্রিন নামেও পরিচিত। আসুন এই ডিসপ্লে প্যানেল সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

BOE X2 ডিসপ্লে থাকবে OnePlus 13 হ্যান্ডসেটে

ওয়ানপ্লাস চীনের প্রেসিডেন্ট লি জি, সহযোগিতার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) তে পার্টনারশিপের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জোর দিয়েছিলেন যে, বিওই-এর সাথে এই অংশীদারিত্ব ডিসপ্লের গুণমান, উচ্চ-উজ্জ্বলতা কর্মক্ষমতা এবং চোখের যত্নের বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে শিল্পকে নতুন উচ্চতায় ঠেলে দেবে।

আরও পড়ুন : মাইলেজে অন্য ইলেকট্রিক স্কুটিদের দশ গোল! পুজোর আগে বিরাট চমক নিয়ে হাজির হল Bajaj

গত বছর, ওয়ানপ্লাস 12 ফোনে প্রথম প্রজন্মের বিওই এক্স1 ওরিয়েন্টাল স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যা ওয়ানপ্লাস এবং বিওই ব্র্যান্ডের মধ্যে অংশীদারিত্বের সূচনা করেছিল৷ এটি ছিল চীনে উৎপাদিত প্রথম 2কে স্ক্রিন যা ডিসপ্লেমেট এ প্লাস রেটিং পেয়েছে এবং এটিকে ইন্ডাস্ট্রির সেরা ডিসপ্লেগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়েছে।

বিভিন্ন রিপোর্ট এবং সূত্র থেকে জানা গেছে যে, OnePlus 13 ফোনের BOE X2 স্ক্রিনের চার দিকেই মাইক্রো-কার্ভ ডিজাইন সহ ফ্ল্যাট লুক থাকবে। এই অভিনব ডিজাইনটি ফ্ল্যাট এবং কার্ভড উভয় ডিসপ্লের সুবিধার সমন্বয় করে। কারণ এটি একটি ফ্ল্যাট স্ক্রিনের ভিজ্যুয়াল কন্সিস্টেন্সি এবং এজ প্রোটেকশন প্রদান করার পাশাপাশি একটি কার্ভড স্ক্রিনের নান্দনিক আবেদন এবং আরাম বজায় রাখে। এই হ্যান্ডসেটে 6.8 ইঞ্চির 8টি এলটিপিও প্যানেল থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,160 x 1,440 পিক্সেলের 2কে রেজোলিউশন সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, ডিসপ্লেতে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে। শোনা যাচ্ছে যে, Oppo Find X8 Ultra ফোনেই একই ডিসপ্লে থাকবে।

আরও পড়ুন : Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর, স্টোরি পোস্ট করার আগে দেখে নিন

নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক ওয়েইবো পোস্ট অনুসারে, OnePlus 13 অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে অফিসিয়াল হতে পারে। সম্ভবত নভেম্বর 11 (সিঙ্গেল ডে) শপিং ফেস্টিভ্যালের আগে লঞ্চ করা হবে।

রিপোর্ট অনুযায়ী, OnePlus 13 হ্যান্ডসেটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট থাকবে এবং এটি বড় 6,000 এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা 100 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের LYT-808 প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের Sony IMX882 3x টেলিফোটো পেরিস্কোপ লেন্স থাকবে। এছাড়াও, এটি একটি 0916T হ্যাপটিক মোটর এবং আইপি68/69 ধুলো এবং জল প্রতিরোধী বিল্ড অফার করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন