OnePlus 13R চমকে দেবে সবাইকে, ডুয়েল 50MP ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি

ওয়ানপ্লাস 13R ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 1264 x 2780 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Suman Patra 4 Dec 2024 11:52 PM IST

OnePlus 13R শীঘ্রই বাজারে আসছে। আগামী বছরের শুরুতে ফোনটি লঞ্চ হতে চলেছে। এটি OnePlus Ace 5 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে গ্লোবাল মার্কেটে আসবে বলে জানা গেছে। যদিও লঞ্চের এখনও কয়েক সপ্তাহ বাকি আছে। তবে তার আগে আজ OnePlus 13R সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তথ্যগুলি ফাঁস করেছে জনপ্রিয় টিপস্টর OnLeaks। আসুন মিড রেঞ্জে ডিভাইসটি কি কি অফার করবে দেখে নেওয়া যাক।

OnePlus 13R এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টারের দাবি অনুযায়ী, ওয়ানপ্লাস 13R ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 1264 x 2780 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চলবে। এটি 12GB পর্যন্ত র‌্যাম ও 256GB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13R স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও 50 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য f/2.4 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিংয়ের কথা বললে, OnePlus 13 ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

উল্লেখ্য, OnePlus 12R এর কথা বললে, এতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। তবে ক্যামেরার ক্ষেত্রে উত্তরসূরীর মতো 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ছিল‌ না। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন 8 জেন 2। যদিও ডিসপ্লে ছিল আসন্ন মডেলটির মতোই।

Show Full Article
Next Story