OnePlus 13R বছরের শুরুতেই ভারতে লঞ্চ হচ্ছে, 6500mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার এই ফোনের দাম কত

ওয়ানপ্লাস 13R ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি LTPO OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

Ankita Mondal 18 Dec 2024 1:09 PM IST

ওয়ানপ্লাস আজ ওয়ানপ্লাস 13 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। নতুন বছরের শুরুতে অর্থাৎ 7 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 13R। এই ফোনটি ওয়ানপ্লাস 13 এর একটি সস্তা ভার্সন হবে। তবে ওয়ানপ্লাস 13R মডেলে ওয়ানপ্লাস 13 এর থেকেও শক্তিশালী ব্যাটারি থাকবে। এছাড়া এতে AMOLED ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ পাওয়া যাবে বলে বলে আশা করা হচ্ছে। আসুন লঞ্চের আগে ওয়ানপ্লাস 13R এর স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

OnePlus 13R এর ফিচার (লিক)

ডিজাইন: ফাঁস হওয়া রেন্ডারে দেখা গিয়েছিল ওয়ানপ্লাস 13R স্মার্টফোন ফ্ল্যাট এজ এবং ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে। ডিভাইসে সিরামিক বডি থাকবে, যা একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের জন্য প্রিমিয়াম ফিচার।

ডিসপ্লে: ওয়ানপ্লাস 13R ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি LTPO OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস 13R ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি 12 জিবি থেকে 16 জিবি এলপিডিডিআর 5এক্স র‌্যাম এবং 256 জিবি থেকে 1 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ সহ আসতে পারে।

ক্যামেরা: OnePlus 13R এর পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। প্রাইমারি সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50-মেগাপিক্সেল ইউনিট হতে পারে। এর সাথে 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 2-মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।

ব্যাটারি: এই ওয়ানপ্লাস ডিভাইসে বড় ব্যাটারি দেওয়া হবে। ফোনটি 6,500mAh ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারিটি 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

ভারতে OnePlus 13R এর দাম

ওয়ানপ্লাস 13R স্মার্টফোনের দাম প্রায় 45,000 টাকার কাছাকাছি রাখা হবে বলে আশা করা হচ্ছে। যা ওয়ানপ্লাস 12R এর তুলনায় সামান্য বেশি, অর্থাৎ এর বেস মডেলের মূল্য ছিল 39,999 টাকা।

Show Full Article
Next Story