OnePlus 13 ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চের আগেই উপস্থিত GCF সার্টিফিকেশন সাইটে, কি কি থাকবে

OnePlus 13R Spotted GCF Certification - আজ OnePlus 13R স্মার্টফোনকে গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম (GCF) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এটি ওয়ানপ্লাস ১৩ এর সস্তা ভ্যারিয়েন্ট হবে।

Suvrodeep Chakraborty 11 Nov 2024 9:20 PM IST

গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩। এবার এই ডিভাইসটি ভারত সহ গ্লোবাল মার্কেটে আসবে। তবে তার আগে সংস্থাটি এই সিরিজের আরেকটি ফোনের উপর কাজ শুরু করল। আসলে আজ OnePlus 13R স্মার্টফোনকে গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম (GCF) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এটি ওয়ানপ্লাস ১৩ এর সস্তা ভ্যারিয়েন্ট হবে। ফলে যারা কিছুটা কম দামে ফ্ল্যাগশিপ ফোনের মজা নিতে চান তাদের জন্য এটি উপযুক্ত হবে।

OnePlus 13R উপস্থিত হল জিসিএফ সার্টিফিকেশন সাইটে

আগেই জানা গিয়েছিল ওয়ানপ্লাস ১৩আর এর মডেল নম্বর CPH2645। এই মডেল নম্বর সহ ডিভাইসটি গ্লোবাল সার্টিফিকেশন ফোরামে অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে জানা, এতে ২জি, জিএসএম, ৩জি ডব্লিউসিডিএমএ, ৪জি এলটিই এফডিডি, ৪জি এলটিই টিডিডি এবং ৫জি সাপোর্ট করবে। আবার ওয়ানপ্লাস ১৩আর ফোনটি এন১, এন২, এন৩, এন৫, এন৭, এন২০, এন২৮, এন৩৮, এন৪০, এন৪৮, এন৬৬, এন৭৭, এন৭৮ ৫জি ব্যান্ড সহ আসবে। এছাড়া আর কিছু লিস্টিং থেকে সামনে আসেনি‌।

ওয়ানপ্লাস ১৩আর এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১৩আর স্মার্টফোনে গত বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে। যেখানে আমরা ওয়ানপ্লাস ১৩ মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে দেখেছিলাম। আবার ১৩আর মডেলে ১.৫কে রেজোলিউশনের দুর্দান্ত ডিসপ্লে পাওয়া যেতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২আর ডিভাইসে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ছিল।

ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাস ১৩আর ফোনে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। যেখানে ওয়ানপ্লাস ১২আর মডেলে কোনো টেলিফটো ক্যামেরা ছিল না। স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি রিয়ার সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ এসেছিল।

Show Full Article
Next Story