OnePlus 13R সস্তায় দেবে ফ্ল্যাগশিপ ফোনের মজা, ১২ জিবি র‌্যাম সহ আর কি কি থাকবে

OnePlus 13R এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটা কালার অপশনে পাওয়া যাবে - নেবুলা নোআর ও অ্যাস্ট্রাল ট্রেইল।

Ankita Mondal 16 Nov 2024 9:38 AM IST

ওয়ানপ্লাস ইতিমধ্যেই তাদের এবছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩ লঞ্চ করেছে। এবার ব্র্যান্ডটি ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। এই ফোনের নাম OnePlus 13R। আগামী বছরের শুরুতে এটি লঞ্চ হতে পারে। তার আগে একে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এমনকি টিপস্টাররাও স্মার্টফোনটি সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আনছেন। আজ ওয়ানপ্লাস ১৩আর এর স্টোরেজ ও কালার অপশন ফাঁস হয়েছে।

OnePlus 13R এর স্টোরেজ ও কালার অপশন ফাঁস

টিপস্টার আরসেনে লুপিন দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ১৩আর এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটা কালার অপশনে পাওয়া যাবে - নেবুলা নোআর ও অ্যাস্ট্রাল ট্রেইল। যদিও ফোনটি আরও কয়েকটি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে টিপস্টার জানিয়েছেন। তবে সে সম্পর্কে বিস্তারিত তিনি কিছু বলেননি।

এর আগে সামনে এসেছিল যে, ওয়ানপ্লাস ১৩আর ডিভাইসটি আসলে এস ৫ মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হবে। সেক্ষেত্রে এতে ১.৫কে রেজোলিউশনের ওএলইডি ফ্লাট ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে তৈরি করবে চীনের বিওই। আর এতে গতবছরের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। পাশাপাশি এই স্মার্টফোনে এলপিডিডিআর৫এক্স র‌্যাম ও ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাসের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এতে ওয়্যরলেস চার্জিং সাপোর্ট করবে না।

এছাড়া ওয়ানপ্লাস ১৩আর এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও নয়েজ রিডাকশন ফিচার সহ মাইক্রোফোন।

Show Full Article
Next Story