চার্জ থাকা নিয়ে চিন্তা নেই, OnePlus 13R আসছে বড় 6000mAh ব্যাটারির সাথে, থাকবে এই স্ন্যাপড্রাগন প্রসেসর

OnePlus 13R ফোনে 6000mAh ক্ষমতা সম্পন্ন একটি বড় ব্যাটারি থাকবে। ডিভাইসটি SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Julai Mondal 21 Dec 2024 7:05 PM IST

ওয়ানপ্লাস কিছুদিন আগেই তাদের নতুন স্মার্টফোন OnePlus 13R ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। আগামী 7 জানুয়ারী ভারতে এটি লঞ্চ হবে। এই ডিভাইসটি কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল ওয়ানপ্লাস 13 এর সাথে বিশ্ব বাজারে পা রাখবে। তবে লঞ্চের আগে এখান কোম্পানি এর চিপসেট, ব্যাটারি এবং ক্যামেরা স্পেসিফিকেশন শেয়ার করেছেন। আসুন OnePlus 13R কি কি ফিচার অফার করবে দেখে নেওয়া যাক।

অফিসিয়াল লঞ্চের আগে একটি টিজারে জানানো হয়েছে যে, ওয়ানপ্লাস 13R ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে। এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট প্যানেলে গরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকবে। আবার ডিভাইসটি 6000mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ আসবে। এই ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেম ছাড়াও ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে এবং এই ফোনে স্লিম প্রোফাইল থাকবে। এটি মাত্র 8 মিমি পুরু হবে।

অ্যামাজন থেকে কেনা যাবে নতুন ফোন

ওয়ানপ্লাস 13R স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে অর্ডার করা যাবে। এই ই-কমার্স সাইটে ইতিমধ্যেই ডিভাইসটির জন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। আপকামিং এই ফোন ওয়ানপ্লাস এআই ফিচারের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফিচারের মধ্যে থাকবে এআই নোটস, এআই ক্লিনআপ, এআই ইমেজিং পাওয়ার এবং ইন্টেলিজেন্ট সার্চ ইত্যাদি।

অ্যামাজন থেকে জানা গেছে যে, OnePlus 13R ফোনে 6000mAh ক্ষমতা সম্পন্ন একটি বড় ব্যাটারি থাকবে। ডিভাইসটি SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। উল্লেখ্য OnePlus 12R ডিভাইসে 5500mAh ব্যাটারি ছিল, যার অর্থ ব্যাটারিতে আপগ্রেড দেখা যাবে। এছাড়া ফোনটির ডিজাইনেও পরিবর্তন দেখা যাবে এবং এতে বক্সি ডিজাইন পাওয়া যাবে। এর ট্রিপল ক্যামেরা সেটআপটি ব্যাক প্যানেলের বাম দিকে বৃত্তাকার মডিউলে থাকবে।

সেলফি ক্যামেরার জন্য সামনের প্যানেলের মাঝখানে একটি পাঞ্চ-হোল কাটআউট পাওয়া যাবে। অ্যালার্ট স্লাইডার বাম দিকে দেওয়া হবে এবং ডানদিকে পাওয়ার ছাড়াও ভলিউম রকারগুলি দৃশ্যমান। নতুন OnePlus 13R দুটি কালার বিকল্পে লঞ্চ হবে – নেবুলা নোআর এবং অ্যাস্ট্রাল ট্রেইল।

Show Full Article
Next Story