OnePlus 13R লঞ্চের আগেই গিকবেঞ্চে উপস্থিত, 12GB র‌্যাম সহ থাকবে পাওয়ারফুল প্রসেসর

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, ওয়ানপ্লাস 13আর ফোনে প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 থাকবে। এখানে ডিভাইসটি 12 জিবি পর্যন্ত র‌্যাম সহ উপস্থিত হয়েছে। তবে লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ওএসের কথা বললে, OnePlus 13R অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

Ankita Mondal 1 Dec 2024 9:39 AM IST

ওয়ানপ্লাস শীঘ্রই নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির এই আসন্ন ফোনের নাম OnePlus 13R। আগামী বছরের জানুয়ারিতে ভারতে এই ডিভাইসটি পা রাখতে পারে। তার আগে আজ এই স্মার্টফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটির মডেল নম্বর CPH2645। এর আগে ফোনটি আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে।

OnePlus 13R ফোনে থাকবে 12GB পর্যন্ত RAM এবং স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, ওয়ানপ্লাস 13আর ফোনে প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 থাকবে। এখানে ডিভাইসটি 12 জিবি পর্যন্ত র‌্যাম সহ উপস্থিত হয়েছে। তবে লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ওএসের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

এর আগে স্মার্টফোনটির অন্যান্য বিশেষ স্পেসিফিকেশন প্রকাশ করেছে এফসিসি সার্টিফিকেশন সাইট। জানা গেছে এই ডিভাইসে 5860mAh ব্যাটারি থাকবে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.4 এবং এনএফসির মতো অপশন পাওয়া যাবে।

OnePlus Ace 5 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 13আর স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 5 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। আগামী কয়েকদিনের মধ্যেই চীনে এস সিরিজের এই নয়া ডিভাইস লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাস এস 5 ফোনে 16 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ থাকবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে। এই ফোনে বিওই'র 1.5K রেজোলিউশনের OLED ডিসপ্লে দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি হবে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 6300mAh বা 6500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ দুটি ওয়ানপ্লাস ফোনের মধ্যে ব্যাটারি ক্যাপাসিটির পার্থক্য থাকবে।

Show Full Article
Next Story