৫ হাজার টাকার বেশি ডিসকাউন্ট, এত সস্তায় OnePlus 5G ফোন আর কখনও পাবেন না

আসন্ন ফেস্টিভ সিজন উপলক্ষে প্রযুক্তি সংস্থা OnePlus (ওয়ানপ্লাস) সম্প্রতি তাদের একাধিক স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় এবং...
techgup 26 Sept 2022 3:42 PM IST

আসন্ন ফেস্টিভ সিজন উপলক্ষে প্রযুক্তি সংস্থা OnePlus (ওয়ানপ্লাস) সম্প্রতি তাদের একাধিক স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় এবং ডিল অফার করার কথা ঘোষণা করেছে। এর ফলে সংস্থার নানা 5G (৫জি) হ্যান্ডসেট এবং লেটেস্ট OnePlus 10R Prime Blue Edition (ওয়ানপ্লাস ১০আর প্রাইম ব্লু এডিশন) স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই কম দামে কিনতে সক্ষম হবেন ভারতীয় ক্রেতারা। অর্থাৎ, শুধু চলতি (4G সাপোর্টেড বা জনপ্রিয় মডেলসমূহ) স্মার্টফোন মডেল নয়, যারা দুরন্ত গতির ইন্টারনেট স্পিডের মজা উপভোগ করার জন্য হালফিলে ভালো 5G স্মার্টফোনের সন্ধান করছেন – তাদের কাছেও OnePlus-এর এই সাম্প্রতিক সেল বেশ গ্রহণযোগ্য হবে বলেই আশা করা যায়। সেক্ষেত্রে আপনিও যদি হালফিলে কোনো ভালো 5G স্মার্টফোন বিশেষ করে OnePlus ব্র্যান্ডের ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি একবার ভালো করে পড়ে নিন। কারণ আজ আমরা চলতি সময়ে বেশ খানিকটা সস্তায় উপলব্ধ কয়েকটি OnePlus 5G স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি।

5G সাপোর্টযুক্ত এই ৬টি OnePlus ফোন এখন কেনা যাবে দারুণ সস্তায়

১. OnePlus 10R Prime Blue Edition: সম্প্রতি লঞ্চ হওয়া এই ডিভাইসটি নজরকাড়া ডিজাইন, একগুচ্ছ কার্যকর ফিচার এবং একাধিক ৫জি ব্যান্ড সাপোর্টসহ এসেছে। ফলে এই ফোনটিতে খুব সহজেই এয়ারটেল (Airtel) বা জিও (Jio)-র ৫জি পরিষেবা পাওয়া যাবে। দামের কথা বললে, ৩২,৯৯৯ টাকা মূল্যে লঞ্চ হওয়া এই ডিভাইসটি অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে; তবে এক্ষেত্রে লঞ্চ অফারের আওতায় এসবিআই (SBI)-এর কার্ড মারফত পেমেন্ট করলে গ্রাহকরা ৩,০০০ টাকা ছাড় পেতে সক্ষম হবেন। আবার, অ্যামাজন পে (Amazon Pay)-এর সাহায্যে পেমেন্টের ক্ষেত্রে ৫০০ টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন প্রাইম (Prime) মেম্বাররা। তদুপরি, ক্রেতাদের জন্য এক্সচেঞ্জ অফার এবং ইন্টারেস্ট-ফ্রি ইএমআইয়ের সুবিধাও উপলব্ধ রয়েছে। উল্লেখ্য, ওয়ানপ্লাসের এই ফোনটিতে আছে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ম্যাক্স চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট সুপারভোক (SUPERVOOC) চার্জিং সাপোর্ট করে।

২. OnePlus 10 Pro 5G: ফেস্টিভ সেল চলাকালীন সংস্থার ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ানপ্লাস ১০ প্রো ৫জির বেস মডেলটি বেশ সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। এক্ষেত্রে এই ডিভাইসটির ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ৬১,৯৯৯ টাকায় এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ৬৬,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের সাহায্যে পেমেন্ট করার পাশাপাশি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in), ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং অফিসিয়াল পার্টনার স্টোরগুলিতে ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ৬,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার, অ্যামাজনে এসবিআই-এর কার্ড মারফত পেমেন্ট করলেও গ্রাহকরা অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন। এছাড়া, পুরোনো কোনো ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে সংস্থার তরফে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।

৩. OnePlus 10T 5G: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত এই প্রিমিয়াম ডিভাইসটি কেনার ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড মারফত পেমেন্ট এবং ইএমআই ট্রানজ্যাকশনে ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার, অ্যামাজন ইন্ডিয়ায় এসবিআইয়ের ক্রেডিট কার্ড মারফত কেনাকাটার ক্ষেত্রেও এই একই সুবিধা পাবেন ক্রেতারা।

৪. OnePlus Nord 2T 5G: অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে সংস্থার এই টপ-এন্ড নর্ড মডেলটিতে ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যদিকে, অ্যামাজন ইন্ডিয়া থেকে এই ডিভাইসটি কেনার ক্ষেত্রে এসবিআই-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে বেশ খানিকটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন ক্রেতারা। আবার, ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি-এর ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি কিনলে মিলবে ১,০০০ টাকার অতিরিক্ত ছাড়।

৫. OnePlus Nord CE 2 5G এবং Nord CE 2 Lite 5G: আপনি যদি সাশ্রয়ী মূল্যে কোনো ওয়ানপ্লাস ডিভাইস কিনতে চান, তবে নর্ড সিই ২ ৫জি এবং নর্ড সিই ২ লাইট ৫জি আপনার জন্য এককথায় আদর্শ। এমনিতে এই হ্যান্ডসেটগুলিতে ৫০০ টাকার ইনস্ট্যান্ট কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার, অ্যামাজন ইন্ডিয়ায় এসবিআই কার্ড হোল্ডার এবং অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদেরকে এই ডিভাইসগুলিতে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এগুলির বিক্রয়মূল্য যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story