ক্যামেরা থেকে পারফরম্যান্স সব হবে ফাটাফাটি, OnePlus 9R ফোনে এল নতুন আপডেট

জানুয়ারির প্রথম সপ্তাহে OnePlus 9R ফোনে এসেছিল অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ আপডেট। এখন আবার এই ডিভাইসের জন্য...
techgup 26 Feb 2024 10:56 AM IST

জানুয়ারির প্রথম সপ্তাহে OnePlus 9R ফোনে এসেছিল অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ আপডেট। এখন আবার এই ডিভাইসের জন্য সম্প্রতি দুটি নতুন আপডেট এসেছে। এগুলি OnePlus 9R ফোনের বিভিন্ন সমস্যা সমাধান থেকে পারফরম্যান্স উন্নত করবে। পাশাপাশি এতে ফেব্রুয়ারি মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

OnePlus 9R ফোনে এল নতুন আপডেট,

ওয়ানপ্লাস ৯আর ফোনে আসা প্রথম আপডেটের ভার্সন নম্বর OxygenOS 13.1.0.586। এখানে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এই আপডেট স্মার্ট সাইডবারের ব্যাকগ্রাউন্ড স্ট্রিম ফিচার অপসারিত করবে।

আর OnePlus 9R ফোনে আসা দ্বিতীয় আপডেটের ভার্সন নম্বর OxygenOS 14.0.0.301। এখানে ফোনের সিস্টেম ও পারফরম্যান্স উন্নত হবে। আর ব্যাটারি লাইফও বাড়বে। আবার ফোন দ্রুত আনলক হবে। শুধু তাই নয়, ক্যামেরা বিভাগেও একাধিক ফিচার যোগ করা হয়েছে।

আপাতত এই আপডেট কিছু সংখ্যক ইউজারের জন্য রোলআউট করা হয়েছে। তবে শীঘ্রই সমস্ত OnePlus 9R ব্যবহারকারীদের কাছে এটি এসে পৌঁছেবে। নতুন আপডেট আসলে ফোনে নোটিফিকেশন চলে আসবে। অথবা ডিভাইসের Settings থেকেও আপডেট এসেছে কিনা চেক করা যাবে।

Show Full Article
Next Story