OnePlus এর পুরানো ফোনে এল গুরুত্বপূর্ণ আপডেট, ইন্সটল করতেই স্মার্টফোন হবে নতুনের মতো

OnePlus 9RT ফোনে এল নতুন আপডেট। তবে এই আপডেট আপাতত শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। ডিভাইসটি আগস্ট 2024 এর সিকিউরিটি আপডেট পেয়েছে। নয়া এই…

Oneplus 9Rt Received Oxygenos

OnePlus 9RT ফোনে এল নতুন আপডেট। তবে এই আপডেট আপাতত শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। ডিভাইসটি আগস্ট 2024 এর সিকিউরিটি আপডেট পেয়েছে। নয়া এই আপডেটের মাধ্যমে বেশ কয়েকট বাগ ঠিক করা সহ বিভিন্ন দিকে উন্নতি করা হয়েছে। OnePlus 9RT এর জন্য রোল আউট করা এই আপডেটের ভার্সন নম্বর OxygenOS 14.0.0.710।

OnePlus 9RT OxygenOS 14.0.0.710 আপডেটে নতুন কি কি সুবিধা পাওয়া যাবে

ওয়ানপ্লাস 9আরটি ফোনের নতুন আপডেটে স্ক্রিনশট নেওয়ার জন্য তিন আঙুল দিয়ে স্ক্রিনে সোয়াইপ করার অভিজ্ঞতা আরও ভালো হবে। এছাড়াও, সিস্টেমের সুরক্ষা বাড়ানোর জন্য আনা হয়েছে সিকিউরিটি প্যাচ।

আরও পড়ুন: পুরো 7000 টাকা ডিসকাউন্ট, OnePlus 12 কেনা উচিত কিনা দেখুন ফিচার

আপডেটটি ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য পাওয়ার খরচ কমাবে। এরজন্য পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না।

নয়া আপডেটের মাধ্যমে ভলিউম বাটনে দুবার চাপলে ক্যামেরা চালু না হওয়ায় সমস্যা সমাধান করা হয়েছে।

OnePlus 9RT মাসের আগস্ট আপডেট ফোনে এসেছে কিনা কীভাবে চেক করবেন

প্রথমে ফোনের Settings অ্যাপ্লিকেশনটি খুলুন।

  • নীচে স্ক্রোল করুন এবং ‘About Device’ নির্বাচন করুন।
  • উপরে নীল রঙের ব্লু ডটে ক্লিক করুন।
  • নতুন আপডেট এলে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।

আরও পড়ুন: পুরানো ফোন হয়ে যাবে নতুন, OnePlus 9, OnePlus 9 Pro ও OnePlus 9RT‌ ফোনে এল অ্যান্ড্রয়েড ১৪ আপডেট

OnePlus 9RT এর দাম ও ফিচার

ওয়ানপ্লাসের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এই ফোনে 120Hz রিফ্রেশ রেটের 6.62-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সাথে আসে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 এমএএইচ ব্যাটারি। লঞ্চের সময়, OnePlus 9RT ডিভাইসের 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 42,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 46,999 টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন