OnePlus Ace 2 Pro আগামী মাসেই সুপার কুলিং সিস্টেম সহ লঞ্চ হচ্ছে, গেম খেললেও ফোন গরম হবে না

OnePlus বর্তমানে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open বিশ্ব বাজারে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। তবে আলোচ্য ফ্ল্যাগশিপ ডিভাইসের পাশাপাশি সংস্থাটি OnePlus Ace 2 নামের একটি…

OnePlus বর্তমানে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open বিশ্ব বাজারে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। তবে আলোচ্য ফ্ল্যাগশিপ ডিভাইসের পাশাপাশি সংস্থাটি OnePlus Ace 2 নামের একটি নয়া স্মার্টফোন সিরিজের উপরও কাজ করছে। এক্ষেত্রে আলোচ্য লাইনআপের OnePlus Ace 2 Pro মডেলটিকে সম্প্রতি ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ ওরফে CCC বা 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখে গেছে। শুধু তাই নয়, স্মার্টফোনটি বেঞ্চমার্কিং সাইট GeekBench দ্বারাও হালফিলে ছাড়পত্র পেয়েছে। ফলে ডিভাইসটি যে শীঘ্রই লঞ্চ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর আজ আমাদের এই অনুমানকে সত্যি করে OnePlus তাদের এই আসন্ন স্মার্টফোনের লঞ্চের টাইমলাইন নিশ্চিত করল। একই সাথে, OnePlus Ace 2 Pro -এর চিপসেট ভ্যারিয়েন্ট, কুলিং সিস্টেম সহ অন্যান্য স্পেসিফিকেশনও নিশ্চিত করেছে সংস্থাটি।

OnePlus Ace 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আনলো সংস্থা

ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনের জন্য কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। তবে ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, আগস্ট মাসে আলোচ্য ডিভাইসটি আত্মপ্রকাশ করতে চলেছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করে দেবে সংস্থাটি।

এদিকে ওয়ানপ্লাস দ্বারা শেয়ার করা তথ্য অনুযায়ী, OnePlus Ace 2 Pro হবে বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে অ্যারোস্পেস-গ্রেড ৩ডি (3D) কুলিং ফিচার থাকবে। এই নয়া কুলিং সিস্টেম সর্বাধিক শক্তিশালী ভেপার চেম্বার অফার করবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে এই ভেপার চেম্বারের পরিমাপ হবে ৯১৪০mm²। এই বিষয়ে ওয়ানপ্লাসের দাবি, বিদ্যমান ভেপার চেম্বারের তুলনায় ঐই ভেপার চেম্বারটি অধিক অ্যাডভান্স হবে এবং একমাত্র এতেই ১০,০০০mm² ক্রস-চেম্বার থাকবে। সর্বোপরি, আসন্ন ফোনটি হবে প্রথম হ্যান্ডসেট যাতে ত্রিমাত্রিক বা থ্রী-ডাইমেনশনাল গ্রেড কুলিং ফিচার যুক্ত করা হবে।

কার্যকারিতার দিক থেকে, এই ভেপার চেম্বার পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ৬০% উন্নীত তাপ পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্টিভিটি অফার করবে। আবার ওয়ানপ্লাসের এই ডিভাইসে ব্যবহৃত অ্যারোস্পেস-গ্রেড সুপারকন্ডাক্টিং থার্মাল গ্রাফাইটের হিট-ডিসিপাটিং লেভেল স্বাভাবিক গ্রাফাইটের তুলনায় ৪১% অধিক হবে। এই নতুন প্রযুক্তিকে আসন্ন OnePlus 12 সিরিজ এবং OnePlus Nord 5 স্মার্টফোনেও ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছে ওয়ানপ্লাস।

কুলিং সিস্টেম ব্যতীত OnePlus Ace 2 Pro স্মার্টফোনের প্রসেসর ভ্যারিয়েন্টও নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে, আসন্ন এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন সিরিজের প্রসেসর সহ আসবে। আমাদের অনুমান, এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট হবে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে বলেও সম্প্রতি নিশ্চিত করেছে CCC বা 3C সাইটের লিস্টিং। আবার পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, OnePlus Ace 2 Pro -এ ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে থাকবে। এটি সম্ভবত ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ অফার করবে। আবার ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, এই ডিভাইসে OIS-এনাবল 50 মেগাপিক্সেলের Sony IMX 890 প্রাইমারি সেন্সর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং OnePlus Ace 2 Pro ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।