24 জিবি র্যাম, 150W ফাস্ট চার্জিং, OnePlus এর এই স্মার্টফোনের সামনে বাকিরা ফেল!
ওয়ানপ্লাস তাদের Ace সিরিজে অন্তর্ভুক্ত লেটেস্ট OnePlus Ace 2 Pro ফ্ল্যাগশিপ ফোনটি আগামী মাসে অর্থাৎ, আগস্টে চীনের...ওয়ানপ্লাস তাদের Ace সিরিজে অন্তর্ভুক্ত লেটেস্ট OnePlus Ace 2 Pro ফ্ল্যাগশিপ ফোনটি আগামী মাসে অর্থাৎ, আগস্টে চীনের মার্কেটে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি Qualcomm-এর ওভারক্লকড Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাথে আসবে, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ৩.৩৬ গিগাহার্টজ। আবার বেশ কিছু সূত্র এও দাবি করেছে যে, Ace 2 Pro রেগুলার Snapdragon 8 Gen 2 দ্বারা চালিত হবে। তবে ডিভাইসটি এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে, যা আসন্ন ফোনটির প্রসেসর সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক OnePlus Ace 2 Pro-এ আসলে কোন চিপসেপটি ব্যবহার করা হবে।
OnePlus Ace 2 Pro-কে দেখা গেছে Geekbench ডেটাবেসে
PJA110 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস এস২ প্রো গিকবেঞ্চ ৬-এ তালিকাভুক্ত হয়েছে। এটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে ১,৫৭৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৫,০৭১ পয়েন্ট স্কোর করেছে। লিস্টিংটি নিশ্চিত করে যে, ডিভাইসটিতে রেগুলার স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ।
এছাড়াও গিকবেঞ্চ ডেটাবেস থেকে জানা গেছে যে, ওয়ানপ্লাস এস২ প্রো-এ অন্তত ১৬ জিবি র্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। চীনের অন্যান্য ওয়ানপ্লাস ফোনের মতো, এতেও অ্যান্ড্রয়েড ওএসের ওপরে কালার ওএস ১২.১ (ColorOS 13.1) সফ্টওয়্যার স্কিনের একটি স্তর থাকবে বলে আশা করা যায়। যদিও এগুলি ছাড়া, বেঞ্চমার্ক তালিকাটি আর কোনও বিবরণ প্রকাশ করেনি। তবে যেহেতু দীর্ঘদিন ধরেই ফোনটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে, তাই বেশ কিছু রিপোর্ট থেকে বিভিন্ন স্পেসিফিকেশ সামনে এসেছে।
OnePlus Ace 2 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, OnePlus Ace 2 Pro-এ উচ্চ 1.5K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির কার্ভড-এজড ওলেড ডিসপ্লে থাকবে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত Ace 2 Pro-এর টপ-এন্ড ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরার ক্ষেত্রে, OnePlus Ace 2 Pro-এর পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Ace 2 Pro-এ বড় ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।