24 জিবি র্যামের সাথে বাজারে এন্ট্রি নিচ্ছে OnePlus Ace 2 Pro, কবে লঞ্চ হবে জেনে নিন
শীঘ্রই চীনের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Ace 2 Pro। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার...শীঘ্রই চীনের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Ace 2 Pro। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার টিপস্টারের সৌজন্যে আলোচ্য হ্যান্ডসেটের বেশ কয়েকটি কী-ফিচার প্রকাশ্যে এসেছে। এমনকি OnePlus Ace 2 Pro স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চের টাইমলাইন সংক্রান্ত তথ্যও সামনে এসেছে। চলুন এই বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
লঞ্চের আগেই প্রকাশ্যে এল OnePlus Ace 2 Pro স্মার্টফোনের সম্ভাব্য ফিচার তালিকা
চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে সম্প্রতি এক টিপস্টার আসন্ন ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনের ফিচার শেয়ার করেছেন। তার প্রদত্ত রিপোর্ট অনুসারে, ডিভাইসটি ৬.৭৪-ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে সহ আসবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। আর পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকবে। এটি ২৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ অফার করবে।
OnePlus Ace 2 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হবে বলেও দাবি করেছেন টিপস্টার। এই ক্যামেরাগুলি - ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেল শ্যুটার হতে পারে। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকার সম্ভাবনা আছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় তথা শক্তিশালী ব্যাটারি থাকবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে রিপোর্টে উল্লেখ আছে৷
OnePlus Ace 2 Pro স্মার্টফোনের লঞ্চে টাইমলাইন ফাঁস হল অন
ওয়ানপ্লাস আগামী মাসে অর্থাৎ আগস্টে বিশ্বব্যাপী তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চ করবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। আর এই একই মাসে অর্থাৎ আগস্টে OnePlus Ace 2 Pro মডেলটিকেও হয়তো বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থাটি।