iPhone-এর থেকেও এগিয়ে গেল OnePlus, কামাল করা প্রযুক্তিতে জল লাগলেও কাজ করবে টাচ স্ক্রিন

আমরা প্রতিনিয়তই স্মার্টফোনে (Smartphone) একাধিক পরিবর্তন দেখতে পাচ্ছি। টেক কোম্পানিগুলি তাদের প্রত্যেকটি নতুন মডেলে...
techgup 24 Aug 2023 10:13 PM IST

আমরা প্রতিনিয়তই স্মার্টফোনে (Smartphone) একাধিক পরিবর্তন দেখতে পাচ্ছি। টেক কোম্পানিগুলি তাদের প্রত্যেকটি নতুন মডেলে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসছে। এখন বাজারে ফোল্ডিং ফোন থেকে শুরু করে সুপার ফাস্ট চার্জিং ফিচার সহ বিভিন্ন ধরনের স্মার্টফোন পাওয়া যায়। আর এখনকার বেশিরভাগ ফোন ওয়াটার রেজিস্ট্যান্স হয়ে থাকে। কিন্তু, ওয়াটার রেজিস্ট্যান্স হওয়া সত্বেও এই স্মার্টফোনগুলি বৃষ্টিতে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। তবে এই সমস্যা সমাধানের জন্যই OnePlus এমন একটি স্ক্রিন তৈরি করেছে, যা টাচ ইনপুটকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারে। সম্প্রতি চীনের বাজারে লঞ্চ হওয়া OnePlus Ace 2 Pro স্মার্টফোনের সাথে এই প্রযুক্তিটি দেওয়া হয়েছে, যার নাম রেইন ওয়াটার টাচ ফিচার (Rain Water Touch Features)। উল্লেখ্য, ইতিমধ্যে চীনের বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ হলেও, আশা করা যায় ভারত সহ বিশ্ববাজারে এটি ভিন্ন নামে খুব শীঘ্রই লঞ্চ হবে। চলুন জেনে নেওয়া যাক OnePlus-এর নতুন প্রযুক্তিটি কি আর এটি কিভাবে কাজ করে।

Rain Water Touch ফিচারটি কি?

ওয়ানপ্লাস এস২ প্রো স্মার্টফোনটির এই ফিচারটিকে ইতিমধ্যেই চীনা সোশ্যালমিডিয়া Weibo-তে দেখানো হয়েছে। যারপর নিশ্চিত হওয়া গেছে যে, মিডরেঞ্জের এই স্মার্টফোনে ব্র্যান্ডটি নতুন স্ক্রিন টেকনোলজি ব্যবহার করেছে।

ওয়ানপ্লাস তার এই নতুন স্মার্টফোন এবং Apple এর iPhone 14 Pro-এর সাথে একটি তুলনামূলক পরীক্ষা করে দেখিয়েছে যে, জলে ভেজার পর অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোনের স্ক্রিনও ঠিকঠাক ভাবে কাজ করে না। কিন্তু, জলে ভেজার পরেও ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের স্ক্রিনে কোনো সমস্যা দেখা দেয়নি।

কিভাবে প্রযুক্তিটি কাজ করে ?

বেশিরভাগ স্মার্টফোনে ক্যাপাসিটিভ প্রযুক্তি ব্যবহার করা হয়। যার সাহায্যে স্ক্রিন ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করে, আর এই পুরো প্রক্রিয়াটি বৈদ্যুতিক পরিবাহী দ্বারা পরিচালিত হয়। যার ফলে এটি খুব দ্রুত ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করতে পারে। অন্যদিকে, যখন স্ক্রিন ভিজে থাকে, তখন জলের কারণে প্রক্রিয়াটি প্রভাবিত হয়। যেহেতু, জল একটি বিদ্যুৎ পরিবাহী বস্তু, তাই স্ক্রিন সঠিকভাবে ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করতে পারে না। কিন্তু OnePlus যে ডিজাইনটি ব্যবহার করেছে, সেটি একটি অনন্য টাচ অ্যালগরিদম টেকনোলজি অনুসরণ করে। এখানে জল লাগলেও টাচ শনাক্ত করতে সমস্যা হয়না।

Show Full Article
Next Story