OnePlus Ace 2V লঞ্চ হল 16GB র্যাম, 64MP ক্যামেরা, ও 80W চার্জিং এর সঙ্গে, দাম কত
বেশ কয়েকদিন ধরে ইঙ্গিত দেওয়ার পর, ওয়ানপ্লাস আজ (৭ মার্চ) চীনে OnePlus Ace 2V লঞ্চ করেছে। স্মার্টফোনটি OnePlus Ace 2-এর...বেশ কয়েকদিন ধরে ইঙ্গিত দেওয়ার পর, ওয়ানপ্লাস আজ (৭ মার্চ) চীনে OnePlus Ace 2V লঞ্চ করেছে। স্মার্টফোনটি OnePlus Ace 2-এর ডাউনগ্রেড ভার্সন হলেও ভিন্ন ডিজাইনের সঙ্গে এসেছে। তবে স্পেসিফিকেশনগুলির বিচারে Ace 2 পরিবারের নতুন সদস্যের পরিচিত পেয়েছে এটি। ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek Dimesnity 9000 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার রয়েছে এতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, OnePlus Ace 2V কোম্পানির Ace V সিরিজের প্রথম মডেল। আসুন OnePlus Ace 2V-এর দাম ও অন্যান্য তথ্যগুলি দেখে নেওয়া যাক।
OnePlus Ace 2V: ডিজাইন, স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস এস ২ভি-তে ফ্ল্যাট ফ্রেমের সাথে একটি গ্লাস স্যান্ডউইচ ডিজাইন রয়েছে। এটি ওয়ানপ্লাস এস ২ (ওয়ানপ্লাস ১১আর) এবং ওয়ানপ্লাস ১১-এর মতো কার্ভড ডিসপ্লের সাথে না আসলেও, ফোনটি কোম্পানির আইকনিক অ্যালার্ট স্লাইডারটি অফার করে। আবার রেগুলার এস ২-এ প্লাস্টিকের ফ্রেম রয়েছে, সেখানে এস ২ভি-এর ফ্রেমটি ধাতু দিয়ে তৈরি। এছাড়াও, এর ক্যামেরা লেআউট স্ট্যান্ডার্ড মডেলের থেকে ভিন্ন। সব মিলিয়ে, ফোনটিকে গত মে মাসে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ২টি-এর উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। আগামী মাসে এটি ওয়ানপ্লাস নর্ড ৩ হিসাবে চীনের মূল ভূখণ্ডের বাইরের বাজারে লঞ্চ হতে পারে।
স্পেসিফিকেশন প্রসঙ্গ বললে, ওয়ানপ্লাস এস ২ভি-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল সহ ৬.৭৪ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এই ১০-বিট স্ক্রিনটি ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং এইচডিআর১০+ সাপোর্ট অফার করে। এস ২ভি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2V-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 2V ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই ওয়ানপ্লাস ফোনটির অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, ৫জি সংযোগ, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি ২.০ (টাইপ-সি)। অবশেষে, OnePlus Ace 2V-এর পুরুত্ব ৮.১৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯১.৫ গ্রাম।
OnePlus Ace 2V: মূল্য এবং লভ্যতা
চীনের বাজারে OnePlus Ace 2V-এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,১২০ টাকা)। আর এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটির মূল্য যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৪৮০ টাকা) এবং ২৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,০২০ টাকা)।
ফোনটিকে গ্রীন বা ব্ল্যাক কালার অপশনে বেছে নেওয়া যাবে। OnePlus Ace 2V-এর প্রি-অর্ডার প্রক্রিয়া আজ বিকাল ৪টা (স্থানীয় সময়) থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ১৩ মার্চ সকাল ১০ টা (স্থানীয় সময়) থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এটি জুলাই মাসে OnePlus Nord 3 হিসেবে ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।