নতুন ইমেজ অ্যালগরিদমের কামাল, OnePlus Ace 3 ফোনে তোলা ছবি দেখলে বিশ্বাস হবে না
OnePlus Ace 3 আগামী ৪ জানুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে৷ স্মার্টফোনটি আবার বিশ্ববাজারে OnePlus 12R নামে লঞ্চ করা হবে বলে...OnePlus Ace 3 আগামী ৪ জানুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে৷ স্মার্টফোনটি আবার বিশ্ববাজারে OnePlus 12R নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, R-ব্র্যান্ডিংয়ের ফোনটি আগামী ২৩ জানুয়ারি OnePlus 12-এর সাথে গ্লোবাল মার্কেটে পা রাখবে। আর এখন চীনা মার্কেটে লঞ্চের আগে, ব্র্যান্ডটি OnePlus Ace 3-এর ক্যামেরায় তোলা কিছু ছবির নমুনা সামনে এনেছে।
কোম্পানি দ্বারা প্রকাশিত ওয়ানপ্লাস এস ৩-এর ক্যামরায় ক্যাপচার করা ছবিগুলি চমৎকার লাইট এবং শ্যাডো প্রসেসিং সহ একদম স্বাভাবিক রঙ প্রদর্শন করেছে। আগের প্রজন্মের এস ২-এর তুলনায়, এস ৩ ব্যালেন্সড কনট্রাস্ট সহ আরও ভাল পোর্ট্রেট ইমেজ তৈরি করে। এই উন্নতিগুলি মূলত "আল্ট্রা-ক্লিয়ার ইমেজ কোয়ালিটি অ্যালগরিদম" এবং "সুপার লাইট অ্যান্ড শ্যাডো ইমেজ অ্যালগরিদম"-এর জন্য সম্ভব হয়েছে। বলা হচ্ছে যে, ওয়ানপ্লাস এস ৩-এ নতুন ইমেজ সেন্সরও থাকবে।
আগের কিছু রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে, ওয়ানপ্লাস এস ৩ ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর সহ আসবে, যার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত থাকবে। যদিও প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে ওয়ানপ্লাস এস ৩-এ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে, তবে ওয়ানপ্লাস পরে সেই প্ল্যান বাতিল করেছে।
এছাড়া অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, OnePlus Ace 3-এ ১.৫কে রেজোলিউশন (২,৭৮০ x ১,২৬৪ পিক্সেল), ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, এবং সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বিওই (BOE)-নির্মিত ৬.৭৮ ইঞ্চির এক্স১ ৮টি এলটিপিও (BOE X1 8T LTPO) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। OnePlus Ace 3-এ Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহৃত হবে ও শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।