OnePlus Ace 3: 5500mAh ব্যাটারি সহ বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর চালিত ফোন আনছে ওয়ানপ্লাস
OnePlus আগামীকাল অর্থাৎ ৪ঠা জানুয়ারী চীনের বাজারে OnePlus Ace 3 উন্মোচন করতে চলেছে। সংস্থার পক্ষ থেকে সম্প্রতি দাবি করা...OnePlus আগামীকাল অর্থাৎ ৪ঠা জানুয়ারী চীনের বাজারে OnePlus Ace 3 উন্মোচন করতে চলেছে। সংস্থার পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়েছে যে, এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর চালিত সাব-ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসবে। এর আগেও ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে আসন্ন এই হ্যান্ডসেটের একাধিক ফিচার সামনে এনেছে। এখন আবার OnePlus একটি নয়া টিজার পোস্টার রিলিজ করে ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি নিশ্চিত করল।
OnePlus Ace 3 স্মার্টফোনের ব্যাটারি সাইজ নিশ্চিত করলো স্বয়ং সংস্থা
ওয়ানপ্লাসের দাবি অনুসারে, আপকামিং ওয়ানপ্লাস এস ৩ হবে বিশ্বের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট চালিত স্মার্টফোন হবে যা ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে। এই ব্যাটারি দীর্ঘ চার বছরের জীবনকাল সহ আসবে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ব্যাটারিটি অপ্টিমাইজ করা হয়েছে। এই ফোনে সুপারভুক এস পাওয়ার ম্যানেজমেন্ট চিপ থাকবে, যা কার্যকর এনাৰ্জি উটিলাইজেশনের ক্ষেত্রে ৯৯.৫% ডিসচার্জ এফিসিয়েন্সি প্রদান করবে।
টিজার থেকে আরো জানা গেছে যে, ওয়ানপ্লাস এস ৩ স্মার্টফোনে একবার চার্জে ১৭.৪ ঘন্টা ভিডিও প্লেব্যাক, ১৫.৭ ঘন্টা শর্ট ভিডিও এবং ৮.৭ ঘন্টা “অনার অফ কিঙ্গস" (Honor of Kings) গেমপ্লের মতো উল্লেখযোগ্য পারফরম্যান্স মেট্রিক্স অফার করবে। এই আসন্ন মোবাইল ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলেও জানিয়েছে ওয়ানপ্লাস। তবে ওয়্যারলেস চার্জিংয়ের সমর্থন পাবে না।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus Ace 3 স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি ১.৫কে OLED ডিসপ্লে প্যানেল থাকবে। ছবি তোলার জন্য এতে - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকবে। এই ফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যথা - ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট স্টোরেজ। এর প্রারম্ভিক মূল্য ৩,২৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩৭,৭০০ টাকা) ধার্য করা হতে পারে। ওয়ানপ্লাসের এই আপকামিং হ্যান্ডসেট তিনটি কালার বিকল্পে পাওয়া যেতে পারে, যথা - স্টার ব্ল্যাক, মুন সি এবং স্যান্ড গোল্ড।
প্রসঙ্গত, OnePlus Ace 3 ভারত, ইউরোপ এবং উত্তর আমেরিকার মতো আঞ্চলিক বাজারে OnePlus 12R নামের সাথে রিব্র্যান্ডেড হয়ে আসবে। এক্ষেত্রে ডিভাইসটি ২৩শে জানুয়ারী একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট চলাকালীন OnePlus 12 মডেলের সাথেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে।