গেম খেলতে খেলতে চার্জ দিতে সমস্যা হবে না, OnePlus Ace 3 Genshin Keqing Edition এর সাথে থাকছে বিশেষ সুবিধা

ওয়ানপ্লাস আগামী ২৮ ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে OnePlus Ace 3 Genshin Keqing Edition। এটি বিশ্বের প্রথম 'স্কাইলাইট ক্লাউড...
techgup 27 Feb 2024 4:45 PM IST

ওয়ানপ্লাস আগামী ২৮ ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে OnePlus Ace 3 Genshin Keqing Edition। এটি বিশ্বের প্রথম 'স্কাইলাইট ক্লাউড শ্যাডো টেকনোলজি' সহ আসা ফোন। জানিয়ে রাখি, Keqing হল Gensehin Impact গেমের একটি ক্যারেক্টর। প্রসঙ্গত, ভারতেও এই স্পেশাল এডিশন OnePlus 12R Genshin Impact নামে ওইদিন লঞ্চ হবে।

OnePlus Ace 3 Genshin Keqing Edition ফোনের সাথে পাওয়া যাবে টি-আকৃতির পাওয়ার অ্যাডাপ্টর

ওয়ানপ্লাসের তরফে আজ লঞ্চের একদিন আগে জানানো হয়েছে যে, আসন্ন ফোনটি ইউনিক চার্জিং কেবল সহ আসবে। এটি টি-আকৃতির মেটাল এলবো ডিজাইন অফার করবে, যা গেমারদের গেম খেলতে খেলতে ডিভাইসটি চার্জ করতে সাহায্য করবে।

এই নয়া ডিজাইনের চার্জিং কেবলে “KEQING” লেখা লোগো দেখা যাবে। এই চার্জিং কেবল ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে, যা ৫,৫০০ এমএএইচ ব্যাটারিকে ০-১০০ শতাংশ চার্জ করতে ২৭ মিনিট সময় নেবে।

উল্লেখ্য, OnePlus এর আগেও Genshin Impact এর সাথে হাত মিলিয়ে বিভিন্ন ফোনের স্পেশাল এডিশন এনেছে। যেমন OnePlus Ace Pro Genshin Impact Limited Edition, OnePlus Ace 2 Pro Genshin Impact Limited Edition। এবার OnePlus Ace 3 এরও লিমিটেড এডিশন আগামীকাল বাজারে পা রাখছে।

Show Full Article
Next Story