বছরের শুরুতেই ঝড়! দুর্ধর্ষ সব ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে তৈরি হচ্ছে OnePlus Ace 3

ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের পরবর্তী মডেল হিসাবে Ace 3 লাইনআপের ওপর কাজ করছে। এটি ব্র্যান্ডটির প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ হওয়ার কারণে প্রত্যাশার পারদ চড়ছে। অন্যদিকে, পূর্বসূরি…

ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের পরবর্তী মডেল হিসাবে Ace 3 লাইনআপের ওপর কাজ করছে। এটি ব্র্যান্ডটির প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ হওয়ার কারণে প্রত্যাশার পারদ চড়ছে। অন্যদিকে, পূর্বসূরি OnePlus Ace 2 Pro-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রবল চাহিদা বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে। OnePlus Ace 3 আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। চলুন দেখে নিই, ফোনটি কী কী অফার করতে চলেছে।

OnePlus Ace 3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কিছুদিন আগে বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়ানপ্লাস এস ৩-এর কিছু মূল স্পেসিফিকেশন ফাঁস করেছিলেন। টিপস্টার এখন দাবি করেছেন, ওয়ানপ্লাস এস ৩ অ্যাপল ওয়াচে থাকা ম্যাট অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের মতো মেটাল ফ্রেম সহ আসবে, যা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নিশ্চিত করে। এছাড়াও, ফোনটিতে ১.৫কে কার্ভড ডিসপ্লে এবং বিলাসবহুল গানমেটাল গ্রে গ্লাস বডি নান্দনিক আবেদন যোগ করবে।

এছাড়াও টিপস্টার প্রকাশ করেছে যে, ওয়ানপ্লাস এস ৩ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যা একে একটি হাই-এন্ড মিড-রেঞ্জ স্মার্টফোন করে তুলবে। ফোনটিতে বিশাল ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এটি চমৎকার ব্যাটারি লাইফ এবং দ্রুততর চার্জিং গতির প্রতিশ্রুতি দেবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 3 একটি ডায়নামিক ক্যামেরা সেটআপ অফার করবে, যার মধ্যে সনি আইএমএক্স৮৯০ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফোটো লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করবে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির এলটিপিও ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৬০০ নিট হবে।

সম্প্রতি, OnePlus Ace 3-কে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী, এই ফোনে ১৬ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যা হাই-এন্ড স্পেসিফিকেশন নির্দেশ করে। কয়েক মাস আগে প্রকাশিত রেন্ডার ইমেজও ইঙ্গিত দিয়েছে যে, ডিভাইসটি ওয়ানপ্লাসের ঐতিহ্যবাহী ডিজাইন বজায় রাখবে, যা দেখতে OnePlus 11R/Ace 2-এর সাথে ভীষণভাবে সাদৃশ্যপূর্ণ।