OnePlus Ace 3 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে আসছে, 100W ফাস্ট চার্জিং সহ থাকবে 24GB র‍্যাম

গত বছর OnePlus Ace 2 সিরিজের মধ্যে, আগস্ট মাসে লঞ্চ হওয়া OnePlus Ace 2 Pro ছিল সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। আবার এই বছর ব্র্যান্ডটি ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড…

গত বছর OnePlus Ace 2 সিরিজের মধ্যে, আগস্ট মাসে লঞ্চ হওয়া OnePlus Ace 2 Pro ছিল সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। আবার এই বছর ব্র্যান্ডটি ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড OnePlus Ace 3 এবং OnePlus Ace 3V লঞ্চ করেছে। শোনা যাচ্ছিল, কোম্পানিটি Ace 3 সিরিজের টপ-এন্ড মডেল হিসেবে, OnePlus Ace 3 Pro-এর ওপর কাজ করছে। জল্পনা বাড়িয়ে এখন ফোনটিফ ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদ তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

OnePlus Ace 3 Pro-এর ডিজাইন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে ওয়ানপ্লাস এস 3 প্রো-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, ফোনটিতে কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেল, মেটাল মিড ফ্রেম এবং কাঁচ নির্মিত ব্যাক প্যানেল থাকবে। ওয়ানপ্লাসের অন্যান্য ফ্ল্যাগশিপের তুলনায় এটির রিয়ার ডিজাইন আলাদা হবে।

OnePlus Ace 3 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, ওয়ানপ্লাস এস 3 প্রো-তে 1.5K রেজোলিউশন সহ ওলেড (OLED) প্যানেল থাকবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করা হবে, যা 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এতে একটি বড় ব্যাটারিও মিলবে। পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকলও, ক্যামেরা সেটআপে 2x টেলিফটো ক্যামেরা মিলবে কিনা, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ওয়ানপ্লাস এস 3 প্রো-এর প্রাথমিক ক্যামেরাটি একই আইএমএক্স890 ক্যামেরা সেন্সর হতে পারে, যা ওয়ানপ্লাস এস 3 /12আর-এ রয়েছে।

প্রসঙ্গত, আগের একটি ওয়েইবো পোস্টে ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে OnePlus Ace 3 Pro সর্বাধিক 24 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যাম অপশনে আসতে পারে। সাম্প্রতিক রিপোর্টগুলি নির্দেশ করেছে যে ডিভাইসটিতে শক্তিশালী 6,000 এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি অন্তর্ভুক্ত করা হতে পারে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, OnePlus Ace 3-কে ভারতে OnePlus 12R হিসাবে রিব্র্যান্ড করা হয়েছে। তাই অনুমান করা হচ্ছে যে, Ace 3V-কে বিশ্ব বাজারে OnePlus Nord 4 হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। তবে, যেহেতু Ace 2 Pro চীনা বাজারে সীমাবদ্ধ রয়েছে, তাই Ace 3 Pro গ্লোবাল মার্কেটে আসবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।