6,100mah ব্যাটারির সঙ্গে 100W ফাস্ট চার্জিং, সেরা ফিচার্সের কম্বিনেশন থাকবে OnePlus Ace 3 Pro ফোনে
OnePlus Ace 3 ফোনটি গত জানুয়ারি বাজারে লঞ্চ হয়েছিল। তখন থেকেই এর উচ্চতর মডেল হিসেবে OnePlus Ace 3 Pro স্মার্টফোনটিকে...OnePlus Ace 3 ফোনটি গত জানুয়ারি বাজারে লঞ্চ হয়েছিল। তখন থেকেই এর উচ্চতর মডেল হিসেবে OnePlus Ace 3 Pro স্মার্টফোনটিকে নিয়ে জল্পনা শুরু হয়। ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলেও শোনা যাচ্ছে। তবে তার আগেই এখন এক সুপরিচিত টেক ইনসাইডার OnePlus Ace 3 Pro ফোনের ডিজাইনের পাশাপশি এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
সামনে এল OnePlus Ace 3 Pro ডিজাইন এবং প্রধান স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) জানিয়েছেন যে, ওয়ানপ্লাস এস ৩ ফোনের তিন ধরনের রিয়ার প্যানেল ভ্যারিয়েন্ট থাকতে পারে, এগুলি হল সিরামিক, গ্লাস এবং লেদার। সিরামিক মডেলটি সাদা রঙের ব্যাক প্যানেলের সাথে আসবে, যেখানে গ্লাস ভ্যারিয়েন্টটিতে একটি উজ্জ্বল সিলভার ফিনিশ দেখা যেতে পারে। দুটি বিকল্পই চূড়ান্ত হওয়ার প্রায় কাছাকাছি বলে জানা গেছে।
উল্লেখযোগ্যভাবে, টিপস্টার রিয়ার প্যানেলে ক্যামেরার জন্য একটি "মেটা মিডল ফ্রেম" এবং একটি "বড় রাউন্ড ডেকো" উপস্থিত থাকবে বলে উল্লেখ করেছেন। তবে আগের একটি রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস এস৩ প্রো ফোনের ডিজাইন ল্যাংগুয়েজ ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১১ সিরিজে দেখা গোলাকার ক্যামেরা মডিউলের স্টাইলটি অনুসরণ করবে না।
এর পাশাপাশি ডিসিএস জানিয়েছেন যে, OnePlus Ace 3 Pro ফোনের ডিসপ্লেটি হবে বিওই (BOE) দ্বারা নির্মিত একটি কার্ভড-এজ ৬.৭৮ ইঞ্চির প্যানেল। এটি ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য, OnePlus Ace 3 Pro মডেলে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি ব্যবহৃত হবে। ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 3 Pro ফোনের রিয়ার ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর অবস্থান করবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 3 Pro মডেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৬,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে।