শেষ মুহূর্তে প্ল্যান বদল, OnePlus Ace 3 থেকে বাদ পড়তে পারে এই ফিচার
ওয়ানপ্লাস চলতি মাসের শেষে চীনে সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে OnePlus Ace 3-এর ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা...ওয়ানপ্লাস চলতি মাসের শেষে চীনে সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে OnePlus Ace 3-এর ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে এতে টেলিফটো ক্যামেরা থাকবে। তবে এক জনপ্রিয় টিপস্টার এখন জানিয়েছেন যে, কোম্পানি OnePlus Ace 3-এ কোনও টেলিফটো ক্যামেরা ব্যবহার করছে না। তিনি এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশনগুলির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছেন।
OnePlus Ace 3-এর ক্যামেরা সেটআপ এবং অন্যান্য স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ওয়ানপ্লাস এস ৩-এর সংশোধিত ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স থাকবে, যা সম্ভবত আল্ট্রা-ওয়াইড শটের জন্য ব্যবহৃত হবে। টিপস্টারের দাবি অনুযায়ী, এই দুই ক্যামেরার সাথে একটি ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত থাকবে, যেটিকে একটি ম্যাক্রো ক্যামেরা বলে মনে করা হচ্ছে। যদিও, আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, ওয়ানপ্লাস এস ৩-এর ক্যামেরা সেটআপের তৃতীয় সেন্সরটি ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা হবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলেও উল্লেখ করেছেন টিপস্টার।
এছাড়াও, টিপস্টার ওয়ানপ্লাস এস ৩-এর ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়েছেন। ডিজাইনের দিক থেকে, ডিভাইসটিতে কার্ভড-এজের ওলেড (OLED) স্ক্রিন থাকবে বলে জানা গেছে, যার ওপরের মধ্যবর্তী স্থানে পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে এবং হ্যান্ডসেটটিতে একটি ধাতব মিড ফ্রেম ও গ্লাস ব্যাক দেখা যাবে। ওয়ানপ্লাস এস ৩ গ্রে, গোল্ডেন এবং ব্লু - এই তিনটি শেডে বাজারে আসতে পারে।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, OnePlus Ace 3-এ ৬.৭৮ ইঞ্চির বিওই (BOE) দ্বারা নির্মিত এক্স১ ৮টি এলটিপিও (X1 8T LTPO) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ১.৫কে রেজোলিউশন (২,৭৮০ x ১,২৬৪ পিক্সেল), ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি একই ডিসপ্লে প্যানেল বলে মনে হচ্ছে, যা Realme GT 5 Pro-তে দেখা গেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 3-এ Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটটি থাকবে এবং এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া অন্যান্য রিপোর্টে দাবি করা হয়েছে যে, এতে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। শোনা যাচ্ছে, OnePlus Ace 3 ফোনটি আগামী জানুয়ারিতে বিশ্ব বাজারে OnePlus 12R হিসাবে লঞ্চ হবে।