ডিজাইন, ফিচার্স চমকে দেবে, OnePlus Ace 3V-এর নতুন লুকে ফিদা হবে সবাই

ওয়ানপ্লাস (OnePlus) গত বছর মার্চ মাসে তাদের Ace সিরিজের অধীনে OnePlus Ace 2V স্মার্টফোনটি লঞ্চ করেছিল। বাজারে আসার প্রায় এক বছরের মাথায় এবার এর উত্তরসূরি…

ওয়ানপ্লাস (OnePlus) গত বছর মার্চ মাসে তাদের Ace সিরিজের অধীনে OnePlus Ace 2V স্মার্টফোনটি লঞ্চ করেছিল। বাজারে আসার প্রায় এক বছরের মাথায় এবার এর উত্তরসূরি মডেলটিকে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে, চীনা কোম্পানিটি তাদের স্মার্টফোন লাইনআপে মিড-রেঞ্জ OnePlus Ace 3V মডেলটিকে যুক্ত করার পরিকল্পনা করছে। আর এখন সোশ্যাল মিডিয়ায় এই আসন্ন ডিভাইসটির কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং আপগ্রেড সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। এর পাশাপশি OnePlus Ace 3V-এর স্কিম্যাটিকও প্রকাশ্যে এসেছে, যা এর ডিজাইনের আভাস দিয়েছে। এই নবাগত ওয়ানপ্লাস ফোনটির সম্পর্কে কি কি জানা গেল, আসুন দেখে নেওয়া যাক।

OnePlus Ace 3V-এর ডিজাইন এবং বৈশিষ্ট্য ফাঁস হল

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-এ এক টিপস্টারের পোস্ট থেকে জানা গেছে যে, ওয়ানপ্লাস এস ৩ভি-এ নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসরটি ব্যবহার করা হবে। বলা হচ্ছে, ওয়ানপ্লাসের এটি ওই চিপসেট দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি, ডিভাইসটিতে ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা মসৃণ ভিজ্যুয়ালের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

প্রসেসর এবং ডিসপ্লে ছাড়া, ওয়ানপ্লাস এস ৩ভি-এর সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন হতে পারে এর নতুন ডিজাইন। ওয়েইবো-এ টিপস্টার ফোনটির স্কিম্যাটিকও প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ নতুন ডিজাইন তুলে ধরেছে। এস লাইনআপের পরবর্তী মডেলটিতে প্রচলিত ডিজাইনের পরিবর্তে উল্লম্ব ক্যামেরা অ্যালাইনমেন্ট ডিজাইন দেখা যাবে।

B8F862Fdly1Hnf62Zo92Mj20Xc0Irwf6 1068X601 1
OnePlus Ace 3V-এর ডিজাইন স্কেচ

স্কিম্যাটিকটি দেখিয়েছে যে, OnePlus Ace 3V-এর ব্যাক প্যানেলে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি বৃত্তাকার এলইডি ফ্ল্যাশ থাকবে। এটি এর ফ্ল্যাট এজ সহ অনেকটা সম্প্রতি লঞ্চ হওয়া Meizu 21 Pro-এর মতো দেখতে হবে। Ace 3V-এর ফ্রেমের ডানদিকে ভলিউম ও পাওয়ার বাটন এবং বাম দিকে ব্র্যান্ডের সিগনেচার অ্যালার্ট স্লাইডারটি অবস্থান করবে। ডিসপ্লেতে অত্যন্ত স্লিম বেজেল এবং ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে বলে আশা করা হচ্ছে।