যেমন শক্তিশালী ব্যাটারি তেমন ফাস্ট চার্জিং, স্মার্টফোনে বিপ্লব ঘটাবে OnePlus Ace 3V!
গত বছর ওয়ানপ্লাস (OnePlus) Ace-সিরিজের তিনটি স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। এর মধ্যে সর্বপ্রথম OnePlus Ace 2 গত...গত বছর ওয়ানপ্লাস (OnePlus) Ace-সিরিজের তিনটি স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। এর মধ্যে সর্বপ্রথম OnePlus Ace 2 গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে। তারপর মার্চ মাসে Ace 2V এবং বছরের দ্বিতীয়ার্ধে OnePlus Ace 2 Pro বাজারে আনা হয়। কোম্পানি এই বছর পরবর্তী প্রজন্মের Ace 3 সিরিজের জন্য একই কৌশল অবলম্বন করছে বলে অনুমান। ব্র্যান্ডটি চলতি মাসেই চীনে Qualcomm Snapdragon 8 Gen 2-চালিত OnePlus Ace 3 লঞ্চ করেছে। তাই আশা করা যায় ব্র্যান্ডটি বছরের প্রথম এবং দ্বিতীয় ভাগে যথাক্রমে OnePlus Ace 3V এবং Ace 3 Pro রিলিজ করবে।জল্পনা বাড়িয়ে এখন OnePlus Ace 3V-এর বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
OnePlus Ace 3V স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এক চীনা টিপস্টার ওয়েইবো (চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, ওয়ানপ্লাস এস ৩ভি হ্যান্ডসেটে ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটটি ব্যবহার করা হবে।
ওয়ানপ্লাস এস ৩ভি বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ডিভাইসটিতে প্লাস্টিকের ফ্রেম এবং কাঁচ-নির্মিত ব্যাক প্যানেল দেখা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এস ৩ভি-এর ফ্ল্যাট এবং কার্ভড-এজ - দুটি স্ক্রিন ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে। এগুলি ছাড়া, ওয়ানপ্লাসের এস-সিরিজের ফোনটির ক্যামেরা, স্টোরেজ বা র্যাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
জানিয়ে রাখি, গত বছর OnePlus Ace 3V-এর পূর্বসূরি Ace 2V মডেলটি শুধুমাত্র চীনা বাজারেই সীমাবদ্ধ ছিল। তবে গ্লোবাল মার্কেটে একে পরে OnePlus Nord 3 হিসাবে রিব্র্যান্ড করা হয়। তাই, সম্ভবত বিশ্ববাজারে OnePlus Ace 3V-কে OnePlus Nord 4 বা Nord 5 নামে লঞ্চ করা হতে পারে।