মিড-রেঞ্জে ফোনেই পাবেন ফ্ল্যাগশিপের মতো স্পিড, পুরো অবাক করবে OnePlus Ace 3V

বছরের শুরুতে ফ্ল্যাগশিপ ফোন সফল লঞ্চের পর, এখন মিড-রেঞ্জ ও অন্যান্য সেগমেন্টের ডিভাইসের প্রতি মনোযোগী হয়েছে ওয়ানপ্লাস।...
Ananya Sarkar 21 Feb 2024 2:31 PM IST

বছরের শুরুতে ফ্ল্যাগশিপ ফোন সফল লঞ্চের পর, এখন মিড-রেঞ্জ ও অন্যান্য সেগমেন্টের ডিভাইসের প্রতি মনোযোগী হয়েছে ওয়ানপ্লাস। স্ট্যান্ডার্ড OnePlus Ace 3 গত জানুয়ারি মাসে চীনা বাজারে পা রেখেছে। বর্তমানে ব্র্যান্ডটি Ace 3 সিরিজের পরবর্তী মডেল হিসাবে OnePlus Ace 3V লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। শোনা যাচ্ছিল, এতে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট ব্যবহৃত হবে। তবে এক টিপস্টার দাবি করেছেন যে, Ace 3V-তে নতুন স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। চলুন প্রসেসরটির খুঁটিনাটি জেনে নিই।

OnePlus Ace 3V-এ ব্যবহৃত প্রসেসরের নাম

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, ওয়ানপ্লাস এস ৩ভি-তে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩-এর উত্তরসূরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ (SM7675) চিপ থাকবে। ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর মতো একই আর্কিটেকচার মিলবে বলে খবর। এতে সর্বোচ্চ ২.৮ গিগাহার্টজ স্পিডের কর্টেক্স-এক্স৪ লার্জ কোর থাকবে, যা ৮ জেন ৩-এর অনুরূপ।

জানিয়ে রাখি, বর্তমানে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপে ১+৩+৪ কনফিগারেশন রয়েছে। প্রাথমিক কোরটি সর্বোচ্চ ২.৬৩ গিগাহার্টজে চলে, যেখানে তিনটি পারফরম্যান্স কোরের ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং চারটি এফিসিয়েন্সি কোর ১.৮ গিগাহার্টজে কাজ করে। ওয়ানপ্লাস এস ৩ভি মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, ফোনটিতে ১.৫কে রেজোলিউশন সহ ৮টি এলটিপিও (8T LTPO) স্ক্রিন এবং ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে৷ OnePlus Ace 3V-এর ডিসপ্লের গুণমান এবং ব্যাটারি লাইফের ওপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এদিকে শোনা যাচ্ছে, মার্চ মাসে SM7675 এবং SM8635 চিপ সামনে আনার পরিকল্পনা করছে কোয়ালকম, যা মূলত একই চিপের বিভিন্ন ফ্রিকোয়েন্সি ভার্সন। উভয় চিপই স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর অনুরূপ আর্কিটেকচারের সাথে আসবে, যা দুরন্ত পারফরম্যান্স এবং এফিসিয়েন্সির প্রতিশ্রুতি দেয়।

Show Full Article
Next Story