OnePlus Ace 3V দুর্দান্ত ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর নিয়ে ক্রেতাদের মন জিততে আসছে

ওয়ানপ্লাস (OnePlus)-এর Ace সিরিজ চীনে সবচেয়ে জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপ। বিশেষ করে গত আগস্ট মাসে লঞ্চ হওয়া...
Ananya Sarkar 17 Oct 2023 5:14 PM IST

ওয়ানপ্লাস (OnePlus)-এর Ace সিরিজ চীনে সবচেয়ে জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপ। বিশেষ করে গত আগস্ট মাসে লঞ্চ হওয়া OnePlus Ace 2 Pro চীনা গ্রাহকদের মধ্যে অবিশ্বাস্যরকম জনপ্রিয় হয়েছে। চাহিদা এতটাই যে, ওয়ানপ্লাসের পক্ষে ফোনটির স্টক মজুত রাখতেও অসুবিধা হচ্ছিল। এবার Ace সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন নিয়ে জল্পনা শুরু হয়েছে, যার ওপর বর্তমানে কাজ চলেছে বলে জানা গেছে। এই ফোনটি OnePlus Ace 3V নামে আত্মপ্রকাশ করতে পারে এবং এটিও তার পূর্বসূরির সাফল্য ধরে রাখবে বলে আশা করা হচ্ছে। আসুন এখনও পর্যন্ত এই নয়া OnePlus Ace সিরিজে ফোনটির সম্পর্কে কি কি তথ্য জানা গেছে, দেখে নেওয়া যাক।

ফাঁস OnePlus Ace 3V-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, একটি নতুন স্মার্টফোন খুব শীঘ্রই চীনের বাজারে আসতে চলেছে। যদিও টিপস্টার এই ডিভাইসটির নাম প্রকাশ করেননি, তবে এটির ওয়ানপ্লাস এস ৩ভি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। এস ৩ভি শুধুমাত্র চীনের বাজারেই পাওয়া যাবে, কিন্তু আশা করা হচ্ছে যে ডিভাইসটির একটি রিব্র্যান্ডেড সংস্করণ বিশ্ব বাজারে আসবে, যাকে সম্ভবত ওয়ানপ্লাস নর্ড ৪ বা নর্ড ৫ বলা হবে।

টিপস্টার উল্লেখ করেছেন যে, সম্ভাব্য ওয়ানপ্লাস এস ৩ভি একটি আকর্ষণীয় ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লের সাথে আসবে। আন্দাজ করা যায় যে, এই ফোনটি অ্যামোলেড (AMOLED) প্যানেল দ্বারা সজ্জিত হবে এবং এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে।

যদিও, এর পূর্বসূরি OnePlus Ace 2V ফোনটি MediaTek Dimensity চিপ দ্বারা চালিত, তবে OnePlus Ace 3V-তে দক্ষ Qualcomm Snapdragon প্রসেসর ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। জল্পনা চলছে যে, ডিভাইসটিতে SM7550 মডেল নম্বর যুক্ত চিপটি থাকবে, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে নির্মিত হবে। এটি একটি অপ্রকাশিত চিপ, যা Qualcomm Snapdragon 7 Gen 3 হতে পারে বলে আশা করা হচ্ছে।

যদিও, ডিজিট্যাল চ্যাট স্টেশন ফোনটির জন্য কোনও সুস্পষ্ট লঞ্চ টাইমলাইন শেয়ার করেননি, তবে অনুমান করা যায় যে ডিভাইসটি তার পূর্বসূরির মতোই মার্চ মাস নাগাদ বাজারে আত্মপ্রকাশ করবে। আবার, এটাও সম্ভব যে ওয়ানপ্লাস তার চেয়ে তাড়াতাড়ি ডিভাইসটি বাজারে আনার পরিকল্পনা করছে। তবে, এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, Qualcomm সম্প্রতি Snapdragon 7s Gen 2 মিড-রেঞ্জ চিপসেটটি লঞ্চ করেছে, যেটি Redmi Note 13 Pro-এর সাথে বাজারে এসেছে। চিপটি আসলে গত বছরের Snapdragon 6 Gen 1 চিপের একটি রিব্র্যান্ডেড সংস্করণ।

Show Full Article
Next Story